Soham Chakrabarty

‘একেবারে কবীর সিংহ আমি!’ স্ত্রী তনয়ার সঙ্গে মনোমালিন্য, স্কুলবাস থামিয়ে কী করেছিলেন সোহম?

কবীর সিংহ কেমন প্রেমিক! সেই নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে মহিলা মহলে। নিজেকে পর্দার কবীর সিংহের সঙ্গে তুলনা করলেন অভিনেতা সোহম চক্রবর্তী!

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৪৭
Share:

সোহম নিজেই নিজেকে কবীর সিংহের সঙ্গে তুলনা করলেন! ছবি: সংগৃহীত।

২০১৯ সালে শাহিদ কপূর অভিনীত ছবি ‘কবীর সিংহ’ বক্স অফিসে হইচই ফেলে দেয়। কিন্তু বিতর্ক হয় বিস্তর। এই ছবি নিয়ে বিভিন্ন মহলের আপত্তি ছিল। ফুঁসে উঠেছিলেন নারীবাদীরাও। প্রেমিকাকে কখনও প্রেমিক মারছে, কখনও ভালবেসে কাছে টেনে নিচ্ছে। প্রেমিকাকে প্রায় প্রতিটা মুহূর্তে মেনে চলতে হচ্ছে প্রেমিকের কথা। একটু নড়চড় হলেই প্রেমিকের রক্তচক্ষু সহ্য করতে হচ্ছে। এ বার নিজেকে সেই কবীর সিংহের সঙ্গে তুলনা করলেন অভিনেতা সোহম চক্রবর্তী!

Advertisement

কবীর সিংহ কেমন প্রেমিক! সেই নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে মহিলামহলে। এক দল নারী যেমন অত্যন্ত অপছন্দ করেন কবীরের মতো প্রেমিককে। আবার একাংশ ‘হিরোসুলভ’ সেই প্রেমিকের অনুরক্ত, যে চট করে বাইক চালিয়ে প্রেমিকাকে নিয়ে বেরিয়ে যাবে নিমেষে। প্রেমিকার দিকে অন্য পুরুষ চোখ তুলে তাকালে মেরে হাড় ভেঙে দিতে পারে সেই প্রেমিক। এমন উগ্র পৌরুষ অনেক মহিলারই ভাল লাগে। সোহম নিজেকে তেমন প্রেমিকই হিসেবেই আখ্যা দিলেন এ বার!

দীর্ঘ ১৩ বছরের বিবাহিত জীবন সোহম ও তাঁর স্ত্রী তনয়া চক্রবর্তীর। এত বছর ধরে টলিউডে নায়কের চরিত্রে অভিনয় করছেন। যদিও পর্দার বাইরে কোনও নায়িকার সঙ্গে কখনও কোনও রসায়নের আলাদা গল্প শোনা যায়নি অভিনেতার। বিয়ের আগে প্রায় ৬ বছরের সম্পর্ক তনয়া ও সোহমের। যদিও সেই সময় স্কুলে পড়তেন তনয়া, সোহম ছিলেন কলেজে।

Advertisement

সম্প্রতি আনন্দবাজার ডট কমকে দেওয়া সাক্ষাৎকারে সোহম বলেন, ‘‘কবীর সিংহ দেখতে গিয়ে আমার বন্ধুকে তনয়া বলেছিল, এ আমি দেখে এসেছি আগেই। আসলে ও আমার কথা বলছে। তখন ওর সঙ্গে হয়তো কোনও বিষয়ে কথা কাটাকাটি হয়েছে, বাইক নিয়ে বেরিয়ে গিয়েছি ওর স্কুলবাসের পিছনে। ও কথা বলতে চাইছে না। বাইকের উপরে উঠে গিয়ে স্কুলবাস থামিয়ে কথা বলে ওকে বুঝিয়েছি।’’

তবে পুরনো সেই মানসিকতা আর নেই অভিনেতার। এখন দুই পুত্রসন্তান নিয়ে ঘোরতর সংসারী তিনি ও তাঁর স্ত্রী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement