somashri bhattacharya

‘কালীপুজোয় এমন পোশাক’! সরু ফিতের ব্লাউজ় পরে কটাক্ষের শিকার, পাল্টা জবাব সোমাশ্রীর

পুজোর রাতে এমন পোশাক নাকি নিম্নরুচির পরিচয়! কটাক্ষে জর্জরিত সোমাশ্রী। পাল্টা জবাব দিলেন অভিনেত্রী।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২৫ ১৭:৫০
Share:

সোমাশ্রী ভট্টাচার্য। ছবি: ইনস্টাগ্রাম।

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সোমাশ্রী ভট্টাচার্যকে নিয়ে শোরগোল নেটপাড়ায়। তাঁকে নিয়ে কাঁটাছেড়া চলছে, কারণ পোশাক। কালীপুজোর রাতে বেশ কিছু ছবি দেন অভিনেত্রী। শাড়ির সঙ্গে মানানসই সাজ। পরনে ছিল সুরু ফিতের ব্লাউজ়। তাতেই শুরু বিতর্ক। নানা ধরনের কুমন্তব্যের জ্বালায় মন্তব্যবাক্স কিছুক্ষণের জন্য বন্ধ করলেও, ফের তা খুলে দেন অভিনেত্রী। পুজোয় এমন পোশাক কি নিম্নরুচির পরিচয়? জবাব দিলেন অভিনেত্রী।

Advertisement

টেলিপাড়ায় ব্লাউজ়-বিতর্ক যেন থামার নামই নিচ্ছে না। দিনকয়েক আগেই ছোটপর্দার অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য জানান, তিনি হাতকাটা ব্লাউজ় কিংবা স্বল্প পোশাক পরতে চান না। সেই নিয়ে বিস্তর বিতর্ক হয়। ফের ব্লাউজ় নিয়েই বিতর্ক। তবে এ বার সোমাশ্রী সমালোচিত ঠিক উল্টো কারণে। সোমাশ্রীর ছবিতে কেউ মন্তব্য করেছেন, ‘‘অন্তর্বাস পরতে ভুলে গিয়েছেন!’’ কেউ লিখেছেন, ‘‘সারা বছর যা-ই পরুন, পুজোর দিনগুলো ঠিক করে পোশাক পরতে পারেন।’’ এ ক্ষেত্রে সোমাশ্রীর যুক্তি, ‘‘আমি মা কালীকে ভীষণ মানি। মা নিজেই কিছু পরেন না। মা যে রূপে আছেন, সেই রূপেই তো পুজো করি। আর আমাকে মা কালী বলেননি যে, পুজোর সময় সরু ফিতের ব্লাউজ় পরা যায় না। হয়তো যাঁরা সমালোচনা করেছেন, তাঁদের কানে কানে এরকম কিছু বলেছেন।’’

সোমাশ্রী জানান, যাঁরা সমালোচনা করছেন বা কুকথা বলছেন, তাঁদের তিনি পাত্তা দিতে চান না। পোশাক নিয়ে একটা মেয়ের চরিত্রের বিচার করা বন্ধ হোক, দাবি তাঁর। সোমাশ্রীর কথায়, ‘‘গলা থেকে পা পর্যন্ত ঢাকা পোশাক পরলেই সে ভদ্র হয়ে যায় না। আর পোশাক নিয়ে কাটাছেঁড়া না করে, ইতিবাচক বিষয় নিয়ে মানুষের ভাবা উচিত।’’ যদিও সবশেষে তিনি বলেন, ‘‘মা কালীর কাছে যে যা খুশি পরেই পুজো দিতে পারে, কারণ মা শুধু মানুষের মনটাই দেখেন।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement