রশ্মিকা মন্দানা। ছবি: সংগৃহীত।
গত কয়েক দিন ধরে মুম্বইয়ে রয়েছেন রশ্মিকা মন্দানা। তাঁর সদ্য মুক্তি পাওয়া ছবি ‘থামা’র প্রচার সারছিলেন। এ বার হয়তো ফের হায়দরাবাদ ফিরে যাচ্ছেন তিনি। মুম্বই বিমানবন্দরে দেখা গেল রশ্মিকাকে। মুখ ঢেকেছেন মাস্কে। জানালেন, মুখ থেকে মাস্ক খোলা যাবে না। তবে কি মুখে কোনও অস্ত্রোপচার করালেন ‘জাতীয় ক্রাশ’?
এমনিতে নিজের ব্যক্তিগত জীবন আড়ালে রাখতেই পছন্দ করেন রশ্মিকা। সূত্রের খবর, গোপনে বাগ্দান সেরেছেন বিজয় দেবরকোন্ডার সঙ্গে। সম্প্রতি দীপাবলিও নাকি একসঙ্গেই উদ্যাপন করেছেন তাঁরা। এমনই খবর বিনোদনজগতে। যদিও সে সব নিয়ে মুখে কুলুপ এঁটেছেন তিনি। এ বার রশ্মিকাকে মুখে মাস্ক পরা অবস্থায় দেখে আলোকচিত্রীরা ছবি তোলার জন্য উৎসাহী হয়ে ওঠেন। সেই সময় অভিনেত্রী বলেন, ‘‘আজ পারব না, কারণ আজকেই সবে চিকিৎসা করালাম।’’ রশ্মিকার এমন স্বীকারোক্তি শুনে অনেকেই মনে করেছেন হয় ঠোঁটের কোনও অস্ত্রোপচার করেছেন, বা হয়তো দাঁতের চিকিৎসা করিয়েছেন। যদিও আসল কারণ কী, মুখ ঢেকে কেন ঘুরতে হচ্ছে রশ্মিকাকে, তা খোলসা করেননি।
রশ্মিকা মুখ ঢাকা অবস্থায়। ছবি: সংগৃীহত।