Jaya Bachchan

‘নরম মনের মানুষ’ জয়ার দরাজ প্রশংসা কর্ণের, কিন্তু ছবিশিকারিদের দেখলেই মেজাজ হারান কেন?

বাস্তব জীবনেও কি এতটাই খিটখিটে জয়া? চিত্রগ্রাহকদের দেখলেই কেন রেগে যান অভিনেত্রী? জানালেন কর্ণ জোহর।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২৫ ১২:৫৯
Share:

জয়ার হয়ে সাফাই কর্ণের। ছবি: সংগৃহীত।

ছবিশিকারিদের সঙ্গে দুর্ব্যবহার করে বার বার শিরোনামে এসেছেন জয়া বচ্চন। তাঁর আচরণ নিয়ে কম নিন্দা হয়নি। যেখানে-সেখানে ক্যামেরা তাক করে ছবি তোলা একেবারেই পছন্দ করেন না তিনি। অনুরাগী ও চিত্রগ্রাহকদের কথা শোনাতেও ছাড়েন না। বাস্তবেও কি এতটাই খিটখিটে জয়া? ছবিশিকারিদের দেখলেই কেন রেগে যান অভিনেত্রী? জানালেন কর্ণ জোহর।

Advertisement

জয়া বচ্চনের সঙ্গে কর্ণের পারিবারিক সম্পর্ক। ছোটবেলা থেকেই জয়াকে দেখছেন তিনি। বর্ষীয়ান এই অভিনেত্রী তাঁর মাতৃসম, এমনটাই বলেন কর্ণ। তাঁর পরিচালনায় সম্প্রতি ‘রকি অউর রানি কি প্রেম কহানি’ ছবিতে কাজ করেছেন জয়া। দিনকয়েক আগে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চে জয়াকে ‘আন্টি জে’ বলে সম্বোধন করেন তিনি। কর্ণ বলেন, ‘‘ছোটবেলা থেকে ওঁকে চিনি। ছবিতে জয়া আন্টিকে পরিচালনা করার সৌভাগ্য হয়েছে আমার। ওঁদের ধারা আমরা বহন করছি। তবে যে কথাটা বলতে চাই, সেটা হল জয়া আন্টি খুব নরম মনের মানষ। এটা সকলের জানা উচিত, বিশেষ করে ছবিশিকারিদের।’’

কর্ণের কাছে এমন কথা শুনে হেসে ফেলেন জয়া নিজেও। এই প্রসঙ্গে জয়া বলেন, ‘‘কোনও অনুষ্ঠান গেলে আমি নিজেই ছবি তুলতে পছন্দ করি। কিন্তু যখন কোনও ব্যক্তিগত কাজে বেরোই বা কোনও অনুষ্ঠানে যাই, সেখানে চুপিচুপি ছবি তোলা পছন্দ নয় আমার।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement