৫০ বছরে পা দিলেন বিখ্যাত ডিজাইনার মণীশ মলহোত্র। আর সেই উপলক্ষে জন্মদিনের পার্টির আসর বসেছিল তাঁরই বাড়িতে। এই পার্টিতে নিমন্ত্রিত ছিলেন কিছু কাছের মানুষজন। হাজির হয়েছিলেন তাঁর তারকা বন্ধুরা। অন্য দিকে, সোমবার সন্ধ্যায় মুম্বইয়ের একটি পাঁচতারা হোটেলে বুজমফ্রেন্ড মণীশের জন্মদিন উপলক্ষে এলাহি এক পার্টির আয়োজন করেছিলেন কর্ণ জোহর। সেখানে নিমন্ত্রিত ছিল গোটা বলিউড। এক নজরে দেখে নিন মণীশের জন্মদিনের পার্টির কিছু ঝলক।
আরও পড়ুন: দেশের সবচেয়ে দামি কমেডিয়ান এখন কপিল শর্মা