entertainment News

কঙ্গনাকে এক জন কিডন্যাপ করতে চান! কে তিনি?

কঙ্গনা রানাওয়াতকে কিডন্যাপ করতে চান এক ব্যক্তি। তাও আবার সকলকে জানিয়ে? ঘটনাটি ঠিক কী? কে এই কি়ডন্যাপার জানেন কি?

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ অগস্ট ২০১৬ ১৮:০৯
Share:

কঙ্গনা রানাওয়াতকে কিডন্যাপ করতে চান এক ব্যক্তি। তাও আবার সকলকে জানিয়ে?

Advertisement

ঘটনাটি ঠিক কী? কে এই কি়ডন্যাপার জানেন কি?

প্রথমেই বলে রাখা দরকার কিডন্যাপার এক সেলেব। দীর্ঘ কেরিয়ারে তিনি কখনও কঙ্গনার সঙ্গে স্ক্রিন শেয়ার করেননি। এ বার সেটাই করতে চান। আর সে জন্যই নাকি কঙ্গনাকে কিডন্যাপ করতে চান। প্রথমে কিডন্যাপ, তার পর চরিত্র পছন্দ করে সিনেমায় সই করবেন।

Advertisement

এই কিডন্যাপার আসলে ইরফান খান। হ্যাঁ ঠিকই পড়ছেন। সম্প্রতি এক সাক্ষাত্কারে মজা করে এ কথাই জানিয়েছেন নায়ক।

ইরফানের কাছে জানতে চাওয়া হয়েছিল কোন বলিউডি নায়িকার সঙ্গে ডেট করতে চান? উত্তরে তিনি বেছে নিয়েছেন দীপিকা পা়ড়ুকোনকে। ‘পিকু’তে একসঙ্গে কাজ করে এতটাই ইমপ্রেসড ইরফান। দুই নায়িকার মধ্যে যতই প্রফেশনাল লড়াই থাক না কেন ইরফান দু’জনেরই সঙ্গেই যে স্ক্রিন শেয়ার করতে চান তা এককথায় স্পষ্ট।

‘পিকু’তে ইরফান ও দীপিকা।— ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement