Entertainment News

পুরুষ সঙ্গী ছাড়া গাইতে দেয়নি, আইআইটি বম্বের বিরুদ্ধে অভিযোগ সোনার

একা মহিলা হিসেবে পারফর্ম করা যাবে না। সঙ্গে চাই কোনও পুরুষ সঙ্গী। এই কারণ দেখিয়ে গায়িকা সোনা মহাপাত্রের শো-বাতিল করার অভিযোগ উঠল আইআইটি বম্বের বিরুদ্ধে। অভিযোগ করেছেন খোদ গায়িকা। ফেসবুকে খোলা চিঠি লিখেছেন সোনা।

Advertisement

স‌ংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৬ ১৪:১৮
Share:

সোনা মহাপাত্র। ছবি: ফেসবুকের সৌজন্যে।

একা মহিলা হিসেবে পারফর্ম করা যাবে না। সঙ্গে চাই কোনও পুরুষ সঙ্গী। এই কারণ দেখিয়ে গায়িকা সোনা মহাপাত্রের শো-বাতিল করার অভিযোগ উঠল আইআইটি বম্বের বিরুদ্ধে। অভিযোগ করেছেন খোদ গায়িকা। ফেসবুকে খোলা চিঠি লিখেছেন সোনা। তাঁর অভিযোগ, মুড ইন্ডিগো কালচারাল ফেস্ট কর্তৃপক্ষ গত তিন বছর ধরে অনুষ্ঠানের জন্য তাঁর সঙ্গে যোগাযোগ করছেন। কিন্তু একজন মহিলা পারফর্মারের একক অনুষ্ঠানে তাঁরা রাজি নন। কোনও পুরুষ সঙ্গীকে সঙ্গে আনার কথা তাঁকে বলা হয়। এই ধরনের দাবি তাঁর কাছে ‘সেক্সিস্ট’ বলেও মনে হয়েছে।
সোনার কথায়, ‘‘২০১৬-এ দাঁড়িয়ে যেখানে সরকার পর্যন্ত প্রচারে ‘বেটি’দের ওপর স্পটলাইট ফেলছে সেখানে এই শিক্ষাপ্রতিষ্ঠান অন্ধভাবে পুরনো কিছু মূল্যবোধকে আঁকড়ে বসে রয়েছে।…পৃথিবীর সব স্পনসর, মার্কেটিং, ব্র্যান্ড এই সত্যিটা জানেই না, যে আইআইটি বম্বে হল জঘন্য ‘বয়েজ ক্লাব’-এর ট্রেনিং গ্রাউন্ড।’’

Advertisement

আরও পড়ুন, হৃতিকের নায়িকা হবেন সইফের মেয়ে?

যদিও সোনার সব অভিযোগ অস্বীকার করেছে টিম মুড ইন্ডিগো। তাঁদের মিডিয়া ম্যানেজার কেতকী কাকাডের দাবি, ‘‘আমরা সোনা মহাপাত্রকে বার্ষিক অনুষ্ঠানে গান গাওয়ার জন্য অ্যাপ্রোচ করেছিলাম। কিন্তু উনি যে টাকা চেয়েছেন তা আমাদের বাজেটের বাইরে। উনি মহিলা আর্টিস্টের একক অনুষ্ঠান না করানো নিয়ে যে অভিযোগ করছেন তা সম্পূর্ণ মিথ্যে। কারণ আমরা তুলসী কুমারকে আমন্ত্রণ জানিয়েছি। এ বছর বিদ্যা ভক্স পারফর্ম করবেন শঙ্কর টুকারের সঙ্গে। আর ওঁর ‘সেক্সিস্ট’ কমেন্ট নিয়ে একটাই কথা বলতে পারি, এখানে কঠিন পরিশ্রম করলে তবেই পড়াশোনার সুযোগ পায় ছাত্রছাত্রীরা। ছেলেদের জন্য কোনও আলাদা করে আসন সংরক্ষণ করা হয় না।’’

Advertisement

পড়ুন, সোনার সম্পূর্ণ বক্তব্য।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন