Sonakshi Sinha Pregnancy rumours

লোকে বলছেন সোনাক্ষী অন্তঃসত্ত্বা! যদিও অভিনেত্রী সব দোষ চাপালেন স্বামী জ়াহিরের ঘাড়ে

তিনি কি অন্তঃসত্ত্বা? এই প্রশ্নের বার বার সম্মুখীন হতে হয়েছে সোনাক্ষীকে। অবশেষে অভিনেত্রী জানালেন তাঁকে অন্তঃসত্ত্বা ভাবার কারণ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৫ ১৩:৩৪
Share:

স্বামী জ়াহিরের কোন দোষের কথা বললেন সোনাক্ষী? ছবি: সংগৃহীত।

সদ্য বিয়ের বছরপূর্তি হল সোনাক্ষী সিন্‌হার। এমনিতেই তাঁর বিয়ে নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। ভিন্‌ধর্মে বিয়ে করায় নিত্যদিন সমালোচনার মুখে পড়তে হয়। অনেকেই আগাম ধারণা করে নিয়েছেন, তাঁদের বিবাহবিচ্ছেদ হবেই। বিয়ের পর থেকেই অভিনেত্রী বিচ্ছেদ ও তিনি কি অন্তঃসত্ত্বা, এই দুটো প্রশ্নের বার বার সম্মুখীন হচ্ছেন। অবশেষে সোনাক্ষী জানালেন তাঁকে অন্তঃসত্ত্বা ভাবার কারণ। যদিও তাঁর স্বামী জ়াহিরের কারণেই লোকে এমন ভাবছেন বলেই মত অভিনেত্রীর।

Advertisement

জ়াহিরের সঙ্গে সাত বছরের সম্পর্ক সোনাক্ষীর। শোনা যায়, ভিন্‌ধর্মের সম্পর্ক বলে অভিনেত্রীর পরিবার নাকি প্রথমে মেনে নিতে চায়নি। কিন্তু হার মানেননি সোনাক্ষী বা জ়াহির কেউই। ২০২৪ সালের ২৩ জুন বিয়ে করেছিলেন তাঁরা। বিয়েতে ছিল না কোনও ধর্মীয় আচার। আইনি বিয়ে সেরে তাঁরা আয়োজন করেছিলেন প্রীতিভোজের। বিয়ের সাজেও ছিল না আতিশয্য। বিবাহ-পরবর্তী জীবনে নিজেদের সুখী মুহূর্ত সমাজমাধ্যমে তুলে ধরতে শুরু করেন দু’জনই। তার পর থেকেই শুরু হয় চর্চা। যদিও অভিনেত্রী তাঁর সঙ্গে স্বামীর কথোপকথনের একটি চ্যাট পোস্ট করেন। সেখানেই স্বামী যে কতটা খেয়াল রাখেন সোনাক্ষীর তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে। রাতে খাবার শেষ করে এসেছেন সদ্য। তার পর জ়াহির সোনাক্ষীকে প্রশ্ন করেন, ‘‘তোমার কি খিদে পেয়েছে। ’’ তাতেই সোনাক্ষী জবাব দেন, ‘‘এক্ষুনি তোমার সামনে খেলাম, আমাকে এ ভাবে খাওয়ানো বন্ধ করো।’’ তার পরই ছিল ভালবাসার আদুরে বার্তার আদান-প্রদান। এই চ্যাটের নীচে অভিনেত্রী লেখেন, ‘‘এই যে, এই কারণেই লোকে আমাকে অন্তঃসত্ত্বা ভাবেন।’’ আসলে সোনাক্ষীর এতটাই খেয়াল রাখেন জ়াহির, যার ফলে তাঁর খানিকটা ওজন বৃদ্ধি পাচ্ছে বলেই মনে করেন অভিনেত্রী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement