Sonakshi Sinha's Marriage Anniversary

সোনাক্ষীর প্রথম বিবাহবার্ষিকীর উদ্‌যাপনে নেই ভাই কুশ! কেন বোনের অনুষ্ঠানে যাবেন না?

প্রথম বিবাহবার্ষিকী ধুমধাম করেই সম্ভবত পালন করতে চলেছেন সোনাক্ষী সিংহ। আনন্দবাজার ডট কমকে এমনই আভাস দিলেন কুশ সিংহ।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ জুন ২০২৫ ১৪:৫৮
Share:

সোনাক্ষী সিংহের বিবাহবার্ষিকীতে থাকবেন ভাই কুশ সিংহ? ছবি: সংগৃহীত।

বিয়ের এক বছর পার। সোনাক্ষী সিংহ-জ়াহির ইকবালের দাবি, ভাল আছেন তাঁরা। একটা বছর প্রচুর ওঠাপড়ার মধ্যে দিয়ে যেতে হয়েছে তাঁদের। বিশেষ করে নায়িকাকে। আট বছর প্রেম পর্বের পর ভিন্ ধর্মে বিয়ে। তাঁদের বিয়েকে ‘লভ জিহাদ’ তকমা দেওয়ার চেষ্টা করেছেন অনেকে। সোনাক্ষীর নিজের বাড়িতেও এই নিয়ে কম সমস্যা হয়নি। গুঞ্জন, তাঁর দুই দাদা লব এবং কুশ সিংহ উপস্থিত থাকেননি বোনের বিয়েতে। যদিও দিন দুই আগে সংবাদমাধ্যমে কুশ জানিয়েছেন, পুরোটাই গুজব। তিনি বোনের বিয়েতে ছিলেন। সোমবার, বোনের বিবাহবার্ষিকীর দিন আনন্দবাজার ডট কমকে কুশ আভাস দিলেন, বোন ধুমধাম করেই উদ্‌যাপনের আয়োজন করতে চলেছেন। কিন্তু তিনি উদ্‌যাপনে উপস্থিত থাকতে পারবেন না।

Advertisement

বোন-ভগ্নীপতির সঙ্গে বিরোধ মিটলই না? জানতে চাওয়া হয়েছিল কুশের কাছে। সদ্য পরিচালনায় পা রেখেছেন তিনি। ২৭ জুন মুক্তি পাচ্ছে তাঁর প্রথম পরিচালনা ‘নিকিতা রায়’। নামভূমিকায় বোন সোনাক্ষী। কুশের কথায়, “পারিবারিক বিষয় নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে আলাদা করে কথা বলব। আজ উপযুক্ত দিন নয়। এ টুকু বলতে পারি, চার দিন পরে মুক্তি পাবে ‘নিকিতা রায়’। সারা দিন তার প্রচারে ব্যস্ত থাকব। তাই বোনের বাড়িতে যাওয়ার সময় হবে না।”

আগের সাক্ষাৎকারে কুশের আরও দাবি, তাঁকে বিতর্ক ছুঁতে পারে না। যা সত্যি নয় তা নিয়ে তিনি মাথা ঘামান না। তবে বোনের বিয়েতে সাংসারিক অশান্তির মিথ্যে খবর তাঁর বাবা শত্রুঘ্ন সিংহকে মানসিক দিক থেকে বিপর্যস্ত করেছিল। কষ্ট পেয়েছিলেন প্রবীণ অভিনেতা। সারাক্ষণ বোনকে নিয়ে আলোচনা শুনতে শুনতে অস্বস্তিতে ভুগেছেন তিনিও। এখন পুরোটাই গা সওয়া হয়ে গিয়েছে। “এখন কাছের মানুষদের বক্তব্যে গুরুত্ব দিই। বাকিদের কথা কানেই তুলি না”, বলেছেন নব্য পরিচালক।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement