Sonakshi Sinha

‘ইচ্ছে নেই তা-ও করছেন’! গণেশপুজোয় সোনাক্ষীর সঙ্গে আরতি করতেই জ়াহিরের দিকে ধেয়ে এল কটাক্ষ

জ়াহির ইকবালকে বিয়ে করার পর থেকেই সমালোচনার মুখে পড়েছেন সোনাক্ষী। প্রতি বারই যোগ্য জবাব দিয়েছেন তিনি। এ বার গণেশচতুর্থীতে ফের কটাক্ষের শিকার অভিনেত্রীর স্বামী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ অগস্ট ২০২৫ ১৯:১০
Share:

(বাঁ দিকে) সোনাক্ষী সিন্‌হা (ডান দিকে) জ়াহির ইকবাল। ছবি: সংগৃহীত।

ভিন্‌ধর্মে বিয়ে বলিউডে নতুন নয়। শাহরুখ খান-গৌরী খান থেকে আলি ফজ়ল-রিচা চড্ডা, এমন অনেক দম্পতিই সুখে সংসার করেছেন। গত বছর, অভিনেত্রী সোনাক্ষী সিন্‌হা বিয়ে করেন জ়াহির ইকবালকে। সেই থেকে বার বার সমালোচনার মুখে পড়েছেন। যোগ্য জবাবও দিয়েছেন। এ বার গণেশচতুর্থীতে ফের কটাক্ষের শিকার অভিনেত্রীর স্বামী।

Advertisement

প্রতি বছরই সলমন খানের বাড়ির গণেশপুজোয় দেখা যায় সোনাক্ষীকে। এ বার স্বামীকে সঙ্গে নিয়ে আসেন তিনি। বিসর্জনে নাচের পাশাপাশি স্বামীকে সঙ্গে নিয়ে গণেশের আরতি করতেও দেখা যায়। অভিনেত্রীর পরনে চুড়িদার, মাথা ঢাকা ওড়নায়। অন্য দিকে প্যান্ট–শার্ট পরে জ়াহির।

ইসলাম ধর্মাবলম্বী হওয়ায় নেটাগরিকদের কটাক্ষের শিকার জ়াহির। অনেকেই মন্তব্য বাক্সে লিখছেন, ‘‘ইচ্ছে নেই, শুধু শুধু জোর করে পুজো করছেন কেন?’’ আবার অনেকের দাবি সোনাক্ষীর জন্য নাকি বাধ্য হয়ে পুজোয় এসেছেন তিনি। অভিনেত্রী স্বামীর সঙ্গে গণেশপুজোর ভিডিয়ো পোস্ট করতেই সমালোচনার ঝড়। যদিও এই ধরনের কটাক্ষে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি অভিনেত্রী। বিয়ের পর পরই সোনাক্ষী স্পষ্ট করে দেন, তাঁদের সম্পর্কে ধর্ম নয় বরং ভালবাসাটাই আসল। তিনি জানিয়েছিলেন, একে অন্যের ধর্মের প্রতি তাঁরা শ্রদ্ধাশীল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement