(বাঁ দিকে) সোনাক্ষী সিংহ, (ডান দিকে) জ়াহির ইকবাল। ছবি: সংগৃহীত।
বিয়ের আগে সাত বছরের প্রেম ছিল সোনাক্ষী ও জ়াহির ইকবালের। দেখতে দেখতে এক বছরের দাম্পত্যও কাটিয়ে ফেলেছেন তাঁরা। এই সম্পর্কের সূত্রধর নাকি ছিলেন সলমন খান। বিয়ের প্রস্তাব অবশ্য জ়াহির নিজেই দিয়েছিলেন। যদিও বিয়ের পর থেকে নিরন্তর সমালোচনার মুখে পড়েছেন শত্রুঘ্ন-কন্যা। স্বামী জ়াহিরের সঙ্গে প্রথম আলাপেই কোন সিদ্ধান্ত নেন তিনি?
শোনা যায়, ভিন্ধর্মের ছেলের সঙ্গে সম্পর্ক নাকি অভিনেত্রীর পরিবার প্রথমে মেনে নিতে চায়নি। কিন্তু হার মানেননি সোনাক্ষী বা জ়াহির কেউই। ২০২৪ সালের ২৩ জুন বিয়ে করেন তাঁরা। বিয়েতে ছিল না কোনও ধর্মীয় আচার। আইনি বিয়ে সেরে তাঁরা আয়োজন করেছিলেন প্রীতিভোজের। বিয়ের সাজেও ছিল না আতিশয্য। বিবাহ-পরবর্তী জীবনে নিজেদের সুখী মুহূর্ত সমাজমাধ্যমে তুলে ধরতে শুরু করেন দু’জনেই। বেশির ভাগ সময় দেখা যায় জ়াহির নানা ভাবে বিরক্ত করছেন সোনাক্ষীকে। সম্প্রতি নায়িকা বলেন, ‘‘আমার সর্ব ক্ষণের মনোরঞ্জনের ভার নিয়েছে জ়াহির। প্রতিটা সময় হাসি-ঠাট্টা করেই কাটছে। সেই কারণেই ওকে এত ভালবাসি। ওর সঙ্গে দেখা করার সপ্তাহখানেকের মধ্যে ভালবেসে ফেলি ওকে। এক মাস যেতে না যেতেই সিদ্ধান্ত নিই, এই ছেলেকেই বিয়ে করব।’’
বিয়ের আগে একসঙ্গে ফিনল্যান্ডে বেড়াতে গিয়েছিলেন সোনাক্ষী-জ়াহির। সেই ভ্রমণই নাকি জীবন বদলে দিয়েছিল সোনাক্ষীর। ফিনল্যান্ডে সুমেরু প্রভা (নর্দার্ন লাইটস) দেখতে ভিড় হয় বহু পর্যটকের। সেই আলোর নীচেই প্রেয়সীকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন জ়াহির। সেই মুহূর্ত নাকি রূপকথা বা স্বপ্নের মতো ছিল সোনাক্ষীর কাছে।