রেগে আগুন সোনাক্ষী। ছবি: সংগৃহীত।
বিয়ের এক বছর হয়ে গিয়েছে সোনাক্ষী সিন্হা ও জ়াহির ইকবালের। কিন্তু তাও ভিন্ ধর্মে বিয়ের কারণে এখনও তির্যক মন্তব্য শুনতে হয় অভিনেত্রীকে। অবশেষে সেই সব নিয়ে ক্ষোভ উগরে দিলেন সোনাক্ষী। অভিনেত্রীর দাবি, তাঁদের দিকে অত্যন্ত নিম্নরুচির কিছু মন্তব্য ধেয়ে এসেছে।
গত বছর ২৩ জুন বিয়ে করেছিলেন সোনাক্ষী ও জ়াহির। সেই সময় থেকে ক্রমাগত কটাক্ষের শিকার হয়েছেন তাঁরা। শোনা গিয়েছিল, পরিবারেও নাকি ভিন্ ধর্মের এই বিয়ে নিয়ে সমস্যা তৈরি হয়েছিল। সাক্ষাৎকারে সোনাক্ষী জানান, এখনও তাঁদের দিকে নিম্নরুচির কিছু মন্তব্য ধেয়ে আসে। তিনি বলেন, “এখনও আমাদের দিকে নিম্নরুচির কিছু মন্তব্য ধেয়ে আসে। সারা দুনিয়ার লোকজন আমাদের ভিন্ ধর্মে বিয়ে নিয়ে নানা কথা বলেছে। তার মধ্যেও আমি ও জ়াহির নিজেদের অবস্থানে অনড় থেকেছি। বাইরের লোকের কাছ থেকে আমাদের মান্যতার কোনও প্রয়োজন নেই।”
জ়াহিরের সঙ্গে সম্পর্ক নিয়ে সোনাক্ষী আরও বলেন, “আমরা জানি, আমাদের কাছে কী আছে। আমাদের মধ্যে যা রয়েছে, তার পুরোটাই খুব পবিত্র বলে আমরা মনে করি। আমাদের মধ্যে যা রয়েছে, সেটাকে আমরা রক্ষা করি যাবতীয় নেতিবাচকতা এড়িয়ে। আমরা আমাদের সম্পর্ককে উদ্যাপন করি, উপভোগ করি, খুব ভালবাসি এবং সেটা গর্বের সঙ্গে দুনিয়ার কাছে প্রকাশ করি।’’
জ়াহিরের সঙ্গে সাত বছরের সম্পর্কে থাকার পরে বিয়ে করেন সোনাক্ষী। তাঁদের সম্পর্কের প্রতিটি মুহূর্তকে খুব গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি। বিয়ে নিয়ে সোনাক্ষী বলেন, “আমরা ঠিক আমাদের মতো করেই বিয়েটা করেছি। ঠিক যেমন চেয়েছিলাম, সেই ভাবেই বিয়েটা করেছিলাম। পরিকল্পনা ছাড়াই সেই দিন যে মুহূর্তগুলো বন্দি করা হয়েছিল সেগুলি আমাদের কাছে খুবই বিশেষ রকমের।”