Entertainment News

তাইল্যান্ডে সোনাক্ষীর শুটিংয়ের ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

ক’দিন আগে পর্যন্তও বলি সেলেবদের সোশ্যাল ওয়াল ভরে ছিল তাঁদের বেড়াতে যাওয়ার ছবিতে। বাদ ছিলেন কার্যত হাতে গোনা কয়েকজন। তবে নতুন বছরের নতুন মাসের মাঝামাঝি সময়ে সোনাক্ষী এলেন ডবল ধামাকা নিয়ে। কী সেটা জানেন?

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০১৮ ১৭:২৬
Share:
০১ ০৭

ক’দিন আগে পর্যন্তও বলি সেলেবদের সোশ্যাল ওয়াল ভরে ছিল তাঁদের বেড়াতে যাওয়ার ছবিতে। বাদ ছিলেন কার্যত হাতে গোনা কয়েকজন। তবে নতুন বছরের নতুন মাসের মাঝামাঝি সময়ে সোনাক্ষী এলেন ডবল ধামাকা নিয়ে। কী সেটা জানেন?

০২ ০৭

নায়িকা ইতিমধ্যেই উড়ে গিয়েছেন তাইল্যান্ডে। ছবি দেখে বোঝাই যাচ্ছে, রয়েছেন হলিডে মুডে।

Advertisement
০৩ ০৭

কুকুরছানা বড্ড প্রিয় নায়িকার। ব্যাংককে পৌঁছে হোটেলের বাইরে খেলায় মেতেছেন নায়িকা।

০৪ ০৭

টুইটারে এই ছবিগুলি নিজেই শেয়ার করেছেন সোনাক্ষী। ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই নজর কেড়েছে নেটিজেনদের।

০৫ ০৭

ব্যাংককে গিয়েছেন, আর স্পা করাবেন না! নায়িকাও গিয়েছিলেন ফিশ স্পা করাতে। কফির কাপ নিয়ে মন দিয়ে দেখছিলেন মাছেদের কেরামতি। তার পর ক্যামেরায় পোজ।

০৬ ০৭

তাহলে শুধুই কি হলিডে? ডবল ধামাকা কীসের? আসলে, ছুটির পাশাপাশি সোনাক্ষী কিন্তু শুটিংয়ের কাজও সেরে ফেলছেন। ব্যাংকক ও পাটায়ার বিভিন্ন লোকেশনে চলছে তাঁর আগামী ছবির কাজ।

০৭ ০৭

শুটিং চলছে পরিচালক মুদস্সর আজিজের ছবি ‘হ্যাপি ভাগ জায়েগি রিটার্নস’-এর। ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করছেন ডায়না পেন্টিও। এই ছবিটি শেয়ার করে সোনাক্ষী জানিয়েছেন, ব্যাংককে শুটিং চলছে ছবির। ট্রাকের পাশে ঝুলে ঝুলে গোটা রাস্তা পার করেছেন নায়িকা। তবে এমন দৃশ্যের শুটিং দারুণ এনজয় করেছেন বলেও লিখেছেন সোনাক্ষী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement