Entertainment News

শ্রদ্ধা কপূর নন, ‘হাসিনা’র জন্য পরিচালকের প্রথম পছন্দের নায়িকা কে ছিলেন?

ট্রেলার রিলিজ অনুষ্ঠানে এত দিন গোপন করে রাখা কথা বলেই ফেললেন পরিচালক অপূর্ব লোখিয়া। ডেট সমস্যাতেই শেষে দ্বিতীয় পছন্দকে ফাইনাল করেন পরিচালক।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ জুলাই ২০১৭ ১৭:৪৫
Share:

‘হাসিনা’র লুকে শ্রদ্ধা। ছবি: টুইটারের সৌজন্যে।

হাসিনার চরিত্রে নাকি পরিচালকের দ্বিতীয় পছন্দ শ্রদ্ধা কপূর। তা হলে প্রথমে কাকে ভেবেছিলেন পরিচালক অপূর্ব লোখিয়া?

Advertisement

এত দিন রোম্যান্টিক নায়িকার চরিত্রেই দেখা গিয়েছে শ্রদ্ধা কপূরকে। এ বার হাসিনা-র মতো একটি চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাঁকে। দাউদ ইব্রাহিমের বোন হাসিনা পার্কারের ১৭ থেকে ৪০ বছর বয়সের জীবন তুলে ধরা হয়েছে তাঁর আগামী ছবি ‘হাসিনা: দ্য কুইন অব মু্ম্বই’-তে।

কিন্তু ট্রেলার রিলিজ অনুষ্ঠানে এত দিন গোপন করে রাখা কথা বলেই ফেললেন পরিচালক অপূর্ব লোখিয়া। পরিচালক বলছেন, ‘‘প্রথম ভেবেছিলাম সোনাক্ষী সিনহাকে। কিন্তু সেই সময় হাসিনার শুটিং ক্রমশ পিছিয়ে যাচ্ছিল। সোনাক্ষীও তখন ফোর্স টু-র শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন। আর সেই সময়েই জন আব্রাহাম শুটিং সেটে জখম হন। ফলে সেই শুটিংও পিছিয়ে যায়। ডেট সমস্যাতেই শেষে দ্বিতীয় পছন্দকে ফাইনাল করা।’’

Advertisement

আরও পড়ুন, ‘হাসিনা’র ট্রেলারে বাজিমাত্ শ্রদ্ধার

ছবিতে হাসিনার দাদা দাউদের ভূমিকায় রয়েছেন সিদ্ধান্ত কপূর। বাস্তবে তিনিই শ্রদ্ধার দাদা। পরিচালক অপূর্ব লোখিয়ার হাত ধরে এ বার রিয়্যাল থেকে রিল লাইফেও ভাইবোনের ভূমিকায় অভিনয় করবেন শ্রদ্ধা-সিদ্ধান্ত। সিদ্ধান্ত বলেছেন, ‘‘প্রথমে সোনাক্ষী সিনহার সঙ্গে কাজ করার কথা হয়েছিল। কিন্তু ওঁর এই ছবিতে কাজ করতে পারা আমার জীবনের সেরা পাওনা।’’

‘হাসিনা’ হতে পারলেন না সোনাক্ষী সিনহা। ছবি: সোনাক্ষীর টুইটার পেজের সৌজন্যে।

আশিকি-র প্রেম ছেড়ে শ্রদ্ধা এ বার হলেন হাসিনা৷ আন্ডারওয়ার্ল্ড ডন দাউদের বোন৷ যাকে এক সময় বলা হত ক্যুইন অব মুম্বই! এখন দেখার, পরিচালকের দ্বিতীয় পছন্দ দর্শকদের মন কতটা জয় করতে পারে। ছবিটি রিলিজ করবে অগস্টের মাঝামাঝি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন