Entertainment News

বাড়ির গণেশ পুজো, মিস করছেন সোনালি

এই মুহূর্তে ক্যানসারে আক্রান্ত সোনালির চিকিত্সা চলছে নিউ ইয়র্কে। সেখানে তিনি একাই রয়েছেন। মিস করছেন পরিবারকে। সেখান থেকেই বাড়ির গণেশ পুজোর ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৮ ১৫:২৫
Share:

সোনালি বেন্দ্রে। ছবি: টুইটারের সৌজন্যে।

গণেশ চতুর্থী। গত বছর পর্যন্ত এটাই ছিল তাঁর কাছে সবচেয়ে বড় উত্সব। পুজো, আরতি, ভোগ বিতরণ, পরিবারের সকলের সঙ্গে সময় কাটানো নিয়ে মেতে থাকেতেন তিনি। অর্থাত্ অভিনেত্রী সোনালি বেন্দ্রে। কিন্তু এ বছর ছবিটা একেবারে আলাদা। মুম্বইতে তাঁর বাড়িতে বৃহস্পতিবার গণেশ পুজো হয়েছে নিয়ম মেনেই। কিন্তু তিনি ছিলেন সে সবের থেকে বহু দূরে।

Advertisement

এই মুহূর্তে ক্যানসারে আক্রান্ত সোনালির চিকিত্সা চলছে নিউ ইয়র্কে। সেখানে তিনি একাই রয়েছেন। মিস করছেন পরিবারকে। সেখান থেকেই বাড়ির গণেশ পুজোর ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী।

সোনালির শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে গণেশের সামনে আরতি করছেন তাঁর ছেলে রণবীর। সঙ্গে রয়েছেন সোনালির স্বামী গোল্ডি বহেলও। সোনালি লিখেছেন, ‘গণেশ চতুর্থী সব সময়ই আমার মনের খুব কাছের। বাড়ির উত্সব মিস করছি। কিন্তু তবুও ঈশ্বরের আশীর্বাদ ধন্য মনে হয় নিজেকে। অনেকের আশীর্বাদ এবং ভালবাসা রয়েছে আমার ওপর...।’

Advertisement

আরও পড়ুন, ১৩ বছর আগে একে অন্যকে মেরে ফেলতে চেয়েছিলেন সইফ-প্রীতি!

ইরফান খানের পর সোনালির ক্যানসারের খবরে রীতিমতো উদ্বিগ্ন বলিউড। ফেসবুক ও টুইটারে নিজেদের দুশ্চিন্তার কথা প্রকাশ করে অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন বহু তারকা। সুজান খান, গায়ত্রী জোশী, অনুপম খের, দিয়া মির্জার মতো তারকারা সোনালির সঙ্গে দেখাও করে এসেছেন।

(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের টাটকা বাংলা খবর পড়তে চোখ রাখুন আমাদের বিনোদনের সব খবর বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement