হৃতিকে মুগ্ধ সোনম

ভীষণ ভয় পেয়ে গিয়েছিলেন সোনম কপূর। হৃতিক সম্পর্কে তাঁর ধারণা ছিল উল্টোই। ভেবেছিলেন, এত বড় স্টার! নিশ্চয়ই খুব অহঙ্কারী হবেন হৃতিক। কিন্তু, একসঙ্গে কাজ করতে গিয়ে বলিউড সুপারহিরোর ব্যবহারে মুগ্ধ অনিল-কন্যা সোনম।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০১৫ ০০:০০
Share:

ভীষণ ভয় পেয়ে গিয়েছিলেন সোনম কপূর। হৃতিক সম্পর্কে তাঁর ধারণা ছিল উল্টোই। ভেবেছিলেন, এত বড় স্টার! নিশ্চয়ই খুব অহঙ্কারী হবেন হৃতিক। কিন্তু, একসঙ্গে কাজ করতে গিয়ে বলিউড সুপারহিরোর ব্যবহারে মুগ্ধ অনিল-কন্যা সোনম। ১৯৯০-এর ব্লকব্লাস্টার ‘আশিকি’র ‘ধীরে ধীরে’ গানটিকে নিয়ে একটি ভিডিও তৈরি করছেন ‘ইয়ো ইয়ো’ হানি সিংহ। গানটিতে প্রথম বার স্ক্রিন শেয়ার করেছেন হৃতিক এবং সোনম। এই অ্যালবামের শুটিংয়ের জন্য কাস্টিং ঠিক হওয়ার পরেই হৃতিককে নিয়ে টেনশন শুরু হয় সোনমের। কিন্তু, কাজ শুরু হওয়ার পরে ‘চার্মিং’ এই হিরোকে এতটাই ভাল লাগে সোনমের যে, এখন থেকেই হৃতিকের সঙ্গে পরের ছবিতে অভিনয়ের ইচ্ছা প্রকাশ করেছেন সোনম। খ্যাতির শীর্ষ পৌঁছেও কী করে এক জন মানুষ মাটির কাছাকাছি থাকতে পারেন, তা হৃতিকের থেকে শেখা উচিত বলে মনে করেন এই অভিনেত্রী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement