সোনম কপূর। ছবি: ইউটিউবের সৌজন্যে।
ট্রোলিং তালিকায় যোগ হল নতুন নাম। সোনম কপূর।
আরও পড়ুন, পটলকে মনে আছে? খুদে অভিনেত্রী এখন কী করছে জানেন?
এই মুহূর্তে ফুকেটে রয়েছেন সোনম। সেখানেই পুলের ধারে রিল্যাক্স করছিলেন। সেই ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। আর তার পরই শুরু হয় ট্রোলিং। কালো বিকিনি পরা সোনমের ছবি দেখে তাঁর শরীর নিয়ে ওয়েব দুনিয়ায় বিভিন্ন মন্তব্য শুরু হয়ে যায়।
আরও পড়ুন, বোনের বিয়েতে কানাডায় সানি, শেয়ার করলেন ভিডিও
সোনম প্রথম নন এর আগে দীপিকা পাড়ুকোন প্রিয়ঙ্কা চোপড়া তাপসী পান্নু এষা গুপ্ত ফতিমা সানা শেষ ট্রোলড হয়েছেন সোশ্যাল মিডিয়ায়। যদিও এ নিয়ে মুখ খোলেননি সোনম। তবে বলি মহলের বড় অংশের মতে ট্রোল করাটা যেন নয়া ফ্যাশন! অপছন্দের যে কোনও বিষয় নিয়ে কদর্য মন্তব্য করছেন এখন অধিকাংশ দর্শক। তাই ট্রোলিং নিয়ে বেশিরভাগ তারকাই প্রকাশ্যে মন্তব্য করতে নারাজ। !!! 😒
!!! 😒