এখনই বিয়েতে রাজি নন সোনম

এই মুহূর্তে সাত পাকে বাঁধা পড়তে রাজি নন সোনম কপূর। তাঁর ‘সিঙ্গলহুড’ কে পুরোমাত্রায় উপভোগ করছেন নায়িকা। সুতরাং এখন বিয়ের প্রসঙ্গ তুলে রসভঙ্গ ঘটানো পছন্দ নয় ৩০ বছরের সুন্দরীর।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ অগস্ট ২০১৫ ০০:০০
Share:

এই মুহূর্তে সাত পাকে বাঁধা পড়তে রাজি নন সোনম কপূর। তাঁর ‘সিঙ্গলহুড’ কে পুরোমাত্রায় উপভোগ করছেন নায়িকা। সুতরাং এখন বিয়ের প্রসঙ্গ তুলে রসভঙ্গ ঘটানো পছন্দ নয় ৩০ বছরের সুন্দরীর। সম্প্রতি এক ফ্যাশন শো-য় আবু জানি এবং সন্দীপ খোসলার ডিজাইনে তৈরি ‘বারানসী ব্রাইড’-এর পোশাকে র‌্যাম্পে হাঁটেন তিনি। সেখানেই সাংবাদিকরা সোনমের কাছে জানতে চান, কবে তিনি বিয়ে করছেন? কপট রাগ দেখিয়ে নায়িকা বলেন, ‘কেন আমাকে সকলেই বিয়ের কথা বলবে সবসময়!’ আবু-সন্দীপ জুড়ির পোশাক নিয়ে দারণ খুশি ‘খুবসুরত’-নায়িকা। বেনারস শহর নিয়েও তাঁর উচ্ছ্বাস কম নয়। আনন্দ এল রাইয়ের ‘রঞ্জনা’ ছবির নায়িকা হওয়ার সুবাদে এই শহরের প্রতি তাঁর যে দুর্বলতা রয়েছে সে কথাও খোলাখুলি জানালেন সোনম।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement