Entertainment News

সমনামী হওয়ায় ‘নিগম’-এর বদলে ট্রোলড হলেন ‘সুদ’

তাঁরা সমনামী। এক জন অভিনেতা সোনু সুদ। অন্য জন, গায়ক সোনু নিগম। দ্বিতীয় জনের কৃতকর্মের ফল ভুগছেন প্রথম জন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০১৭ ১৬:৫৯
Share:

তাঁরা সমনামী। এক জন অভিনেতা সোনু সুদ। অন্য জন, গায়ক সোনু নিগম। দ্বিতীয় জনের কৃতকর্মের ফল ভুগছেন প্রথম জন।

Advertisement

বিষয়টি ঠিক কী?

আরও পড়ুন, আজান নিয়ে প্রশ্ন তুলে বিতর্কে সোনু নিগম

Advertisement

প্রতি দিন ভোরে মাইকে আজানের শব্দে নাকি ঘুম ভাঙে সোনু নিগমের। আর তা নিয়ে প্রকাশ্যে প্রবল আপত্তি জানিয়েছেন গায়ক। সোমবার সকালে টুইটারে ক্ষোভ প্রকাশ করে তাঁর প্রশ্ন ‘এ দেশে কবে জোর করে এ ভাবে ধর্মের সশব্দ ঘোষণা কবে বন্ধ হবে?’ এর পরেই পাল্টা টুইট হতে থাকে। অনেকেই সোনুকে ব্যঙ্গ করেন। তাঁর সমালোচনা শুরু হয়ে যায় সোশ্যাল ওয়ার্ল্ডে। '

প্রতি দিন ভোরে মাইকে আজানের শব্দে নাকি ঘুম ভাঙে সোনু নিগমের। আর তা নিয়ে প্রকাশ্যে প্রবল আপত্তি জানিয়েছেন গায়ক। সোমবার সকালে টুইটারে ক্ষোভ প্রকাশ করে তাঁর প্রশ্ন ‘এ দেশে কবে জোর করে এ ভাবে ধর্মের সশব্দ ঘোষণা কবে বন্ধ হবে?’ এর পরেই পাল্টা টুইট হতে থাকে। অনেকেই সোনুকে ব্যঙ্গ করেন। তাঁর সমালোচনা শুরু হয়ে যায় সোশ্যাল ওয়ার্ল্ডে।

গোটা ঘটনায় কোথাও ছিলেন না সোনু সুদ। কিন্তু ওয়েব দুনিয়ায় অনেকেই ভেবে নিয়েছেন এই বক্তব্য সোনু নিগমের নয় সুদের। পদবির পার্থক্য চোখ এড়িয়ে গিয়েছে অনেকের। এর পর থেকেই ট্রোলড হচ্ছেন সোনু সুদ। ‘বয়কট সোনু’ হ্যাশট্যাগ ব্যবহার করে অনেকেই লিখেছেন আর সোনুর সিনেমা দেখবেন না। ফলে মিস্টার নিগমের বদলে টুইটারে ট্রোলড হচ্ছেন মিস্টার সুদ। (_)

এ সব দেখে কেউ লিখেছেন ‘সোনু সুদ তাঁর নামটা নিয়ে হয়তো এখন আফশোস করছেন।’ আবার কেউ লিখেছেন ‘সোনু সুদকে কি সবাই এখন আনফলো করে দিচ্ছেন?’ এ সব দেখে শুনে সোনু সুদ টুইট করেছেন ‘আমি এখনও অবাক কে কাকে কী বলেছে? এবং কারা আমাকে কোথায় কী হয়েছে সেটা খুঁজে দেখতে বলছে? 🤔🤔 ' 🤔🤔🤔

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন