Sonu Sood

প্রতি মুহূর্তে সাহায্য চেয়ে অসংখ্য ফোন, মেসেজ! ভিডিয়ো পোস্ট করলেন সোনু সুদ

গত বছরে করোনা অতিমারির শুরু থেকেই রাস্তায় নেমে মানুষকে সাহায্য করেছেন অভিনেতা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২১ ১৮:২১
Share:

সোনু সুদ।

যার কেউ নেই, তার সোনু সুদ আছে!

সোনু সুদের দেওয়ালে পোস্ট হওয়া ৪৮ সেকেন্ডের একটি ভিডিয়ো বলছে তেমনটাই।

সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে সোনুর মোবাইল ফোনের স্ক্রিন। সেখানে দিন এবং তারিখ স্পষ্ট। বুধবার, ২৮ এপ্রিল। কোভিড সংক্রান্ত সাহায্য চেয়ে অভিনেতার কাছে আসছে একের পর এক ফোন, মেসেজ। অবিরত বেজে চলছে রিংটোন। মেসেজ বক্স উপচে পড়ছে মানুষের আর্তিতে। মুহূর্তেই জমা হচ্ছে অসংখ্য অনুরোধ।

Advertisement

ভিডিয়োটি শেয়ার করে সোনু লিখেছেন , ‘এ রকম গতিতে সাহায্যের অনুরোধ আসছে। যথাসাধ্য চেষ্টা চালানো হচ্ছে। আপনার কাছে না পৌঁছতে পারলে ক্ষমা করবেন’।

গত বছরে করোনা অতিমারির শুরু থেকেই রাস্তায় নেমে মানুষকে সাহায্য করেছেন অভিনেতা। বছর ঘুরলেও ভাটা পড়েনি মানুষের পাশে দাঁড়ানোর উৎসাহে। এমনকি দিন কয়েক আগে কোভিড আক্রান্ত হয়েও ফোনে ফোনেই চালিয়ে গিয়েছেন অসহায়কে নানা ভাবে উদ্ধারের কর্মযজ্ঞ। করোনার দ্বিতীয় ঢেউয়ে ওষুধ, অক্সিজেনের অভাবে মানুষ যখন নাজেহাল, তখনই আবারও তাঁরা সাহায্যের আশায় দ্বারস্থ হয়েছেন তাঁদের ‘মসিহা’ সোনু সুদের। নিরাশ করেননি সোনুও। গত মঙ্গলবার জানিয়েছেন, ‘ফ্রি কোভিড হেল্প’ পরিষেবার কথা। এই প্রকল্পের মাধ্যমে অনলাইনে বিনামূল্যে কোভিড পরীক্ষা এবং চিকিৎসার সুযোগ পাবেন মানুষ।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন