নিজের ভুল ছেলের মধ্যে চান না আদিত্য

নিজের কেরিয়ারে যে ভুলের মাসুল তাঁকে কড়ায়-গন্ডায় চোকাতে হয়েছে, তেমন কিছু ছেলের সঙ্গে হোক, তা চান না আদিত্য পাঞ্চোলি। খুব শিগগিরই পর্দায় আসছে আদিত্য-পুত্র সুরজের প্রথম ছবি ‘হিরো’। ছবি নিয়ে উচ্ছ্বসিত আদিত্য ছেলেকে সতর্ক করছেন নিজের উদাহরণ দিয়ে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ জুলাই ২০১৫ ০০:০০
Share:

নিজের কেরিয়ারে যে ভুলের মাসুল তাঁকে কড়ায়-গন্ডায় চোকাতে হয়েছে, তেমন কিছু ছেলের সঙ্গে হোক, তা চান না আদিত্য পাঞ্চোলি। খুব শিগগিরই পর্দায় আসছে আদিত্য-পুত্র সুরজের প্রথম ছবি ‘হিরো’। ছবি নিয়ে উচ্ছ্বসিত আদিত্য ছেলেকে সতর্ক করছেন নিজের উদাহরণ দিয়ে। বলেছেন, তিনি নিজে বহু ভুল করেছেন। নিজের তো বটেই, তাঁর মেজাজ এবং ব্যবহারে কারও উপকার হয়নি, স্বীকার করেছেন তা-ও। তাই সুরজকে উপদেশ দিয়েছেন, তিনি এ যাবৎ যা যা করেছেন, সুরজ যেন ঠিক তার উল্টো কাজ করে। আদিত্য মনে করেন, একমাত্র তা হলেই সুরজ বলিউডে তারকা হয়ে উঠবে।

Advertisement

সুরজকে ব্রেক দেওয়ার জন্য সলমনকে কৃতজ্ঞতাও জানিয়েছেন আদিত্য। বলেছেন, সলমনের মতো একজন স্টার তাঁর ছেলেকে ব্রেক দিচ্ছেন, এর চেয়ে ভাল কিছু হতেই পারে না। আদিত্য সলমনকে নিজের ভাইয়ের মতো দেখেন। ‘বাগি’, ‘বডিগার্ড’, ‘জয় হো’-র মতো ছবিতে দু’জন একসঙ্গে কাজ করেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement