Celeb Gossip

অবশেষে পর্দায় ‘প্লুটো’র মৃত্যুর কারণ জানা গেল? বর্ণিনীর সঙ্গে সম্পর্কে জড়ালেন অভিনেতা পার্থ?

ইন্ডাস্ট্রির অন্দরে ফিসফাস, অভিনেতা পার্থ বেরার জীবনে এসেছেন নতুন মানুষ। বর্ণিনী চক্রবর্তীর সঙ্গে অভিনেতার ছবি ছড়িয়ে পড়ল চারিদিকে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৫২
Share:

অভিনেত্রী বর্ণিনী চক্রবর্তী এবং অভিনেতা পার্থ বেরা। ছবি: সংগৃহীত।

চারিদিক সাজানো ফুলে। পরনে পাঞ্জাবি, একেবারে নতুন বরের সাজে সেজেছেন ছোটপর্দার ‘প্লুটো’। অভিনেতা পার্থ বেরাকে এই মুহূর্তে দর্শক ‘প্লুটো’ নামেই চেনেন। চিত্রনাট্য অনুসারে, তাঁর চরিত্রের মৃত্যু হলেও পার্থকে নিয়ে দর্শকের কৌতূহল তৈরি হয়েছে। সম্প্রতি পার্থর সঙ্গে একটি বিশেষ ছবি ভাগ করে নেন অভিনেত্রী বর্ণিনী চক্রবর্তী। তার পর থেকে নানা জনের নানা মন্তব্য ছড়িয়ে পড়েছে।

Advertisement

ছবিটি ভাগ করে নিয়ে বর্ণিনী লেখেন, “আইবুড়োভাত খেয়েই ফেললাম।” তবে কি এ বার বর্ণিনীর সঙ্গে সম্পর্কে জড়ালেন পার্থ? কেউ লিখেছেন , “এই জন্যই প্লুটো মারা গিয়েছে।” আবার অনেকে শুভেচ্ছাও জানিয়েছে অভিনেতাকে। যদিও এই প্রসঙ্গে কোনও কথা বলতে রাজি নন অভিনেতা। টলিপাড়ার অন্দরের ফিসফাস দু’জনে কোনও এক বিশেষ ফটোশুট করেছিলেন। সেখানেরই ছবি এটা। মেদিনীপুরের ছেলে পার্থকে নিয়ে দর্শকমনে কৌতূহল বেড়েছে।

প্রসঙ্গত, মেদিনীপুর থেকে কলকাতায় আসাই একটা বড় ব্যাপার ছিল অভিনেতার জন্য। সেখানে, তাঁর অভিনীত চরিত্র এত আলোচিত হবে তা তিনি ভাবতেই পারেননি। প্রথম ২০২১ সালে কাজের জন্য কলকাতায় আসা পার্থর। এর আগে মেদিনীপুরেই কলেজ শেষ করেছেন। ‘এডুকেশন’ নিয়ে স্নাতক পাশ করেছেন তিনি। পরিবারে রয়েছেন মা-বাবা, বোন। বাবার ব্যবসা আছে। অভিনয়ের প্রতি টানের জন্যই কলকাতায় আসেন পার্থ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement