Mahalaya 2025

জীতু নয়, অভিষেকও নয়, তা হলে জ়ি বাংলার মহালয়ায় ইধিকার শিব হচ্ছেন কে?

২১ সেপ্টেম্বর মহালয়া। এখন তো বাঙালিদের পুজো শুরু হয়ে যায় সাত দিন আগে থেকেই। আর সবচেয়ে কৌতূহল থাকে মহালয়ার ভোরে ছোট পর্দার প্রভাতী অনুষ্ঠান ‘মহিষাসুরমর্দিনী’-তে দুর্গা এবং শিব হিসাবে দেখা যাবে কাকে?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ জুলাই ২০২৫ ১৪:১৭
Share:

ইধিকার শিব হচ্ছেন কোন নায়ক? ছবি: সংগৃহীত।

দুর্গাপুজো বাঙালির কাছে এক অন্য আবেগ। আর দু’মাসও বাকি নেই। পাড়ায় পা়ড়ায় প্যান্ডেল তৈরি করা শুরু হয়ে গিয়েছে। ২১ সেপ্টেম্বর মহালয়া। এখন তো বাঙালিদের পুজো শুরু হয়ে যায় সাত দিন আগে থেকেই। আর সবচেয়ে কৌতূহল থাকে মহালয়ার ভোরে ছোটপর্দার প্রভাতী অনুষ্ঠান ‘মহিষাসুরমর্দিনী’-তে দুর্গা হিসাবে কাকে দেখা যাবে তা নিয়ে? প্রথম সারির দুই চ্যানেলের মধ্যে চলে হাড্ডাহাড্ডি লড়াই।

Advertisement

ইতিমধ্যেই স্টার জলসায় দেখা গিয়েছে অন্নপূর্ণা আর শিবের বেশে তৃণা সাহা এবং ইন্দ্রজিৎ বসুকে। আর ‘মহিষাসুরমর্দিনী’ রূপে দেখা যাবে কোয়েল মল্লিককে। জ়ি বাংলায় যেমন এ বছর ‘দুর্গা’র চরিত্রে ইধিকা পাল। খবর সত্যি হলে অনেক বছর পরে ফের তিনি ছোটপর্দায়। শোনা যাচ্ছে, দুর্গার বিভিন্ন রূপে দেখা যেতে পারে দিতিপ্রিয়া রায়, শ্বেতা ভট্টচার্য, তনিষ্কা তিওয়ারি-সহ ধারাবাহিকের নায়িকাদের।

শিব হিসাবে দেখা যাবে রণজয় বিষ্ণুকে। ছবি: সংগৃহীত।

এই পর্ব মিটতেই নতুন কৌতূহল, তা হলে শিব হবেন কে? অনেক নামই উঠে আসছিল। কেউ বলছিলেন শিব হিসাবে দেখা যেতে পারে জীতু কমলকে। আবার কেউ জানিয়েছিলেন, অভিষেক বসুকেও দেখা যেতে পারে। তবে সূত্র বলছে, জীতু বা অভিষেক কেউ নয়। শোনা যাচ্ছে, অভিনেতা রণজয় বিষ্ণুকে দেখা যাবে শিবের বেশে। স্টার জলসায় ইতিমধ্যেই ঘোষিত ‘শিব’-এর নাম। ‘আজকের পরশুরাম’ ধারাবাহিকের নায়ক ইন্দ্রজিৎকে এই ভূমিকায় দেখা যাবে। সম্প্রতি প্রকাশ্যে আসা ‘মহিষাসুরমর্দিনী’র প্রচার ঝলকে দেখা মিলেছে ‘শিব’রূপী ইন্দ্রজিৎকে। ‘অন্নপূর্ণা’রূপী তৃণা তাঁকে অন্নদান করছেন। জ়ি বাংলার ‘মহিষাসুরমর্দিনী’তে একই চরিত্রে রণজয়কে কেমন লাগে সেটাই দেখার অপেক্ষা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement