Shakib Khan

অপু, বুবলীর নতুন সতীন? নতুন প্রেমিকার সঙ্গে শাকিবের ছবি নিয়ে শুরু আলোচনা!

আবার প্রেমের সম্পর্কে জড়িয়েছেন অভিনেতা শাকিব খান? ও পার বাংলার আরও এক নায়িকার সঙ্গে তাঁর ছবি ছড়িয়ে পড়তেই ফের সমালোচনা শুরু।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ জুন ২০২৫ ১৫:৩৭
Share:

(বাঁ দিক থেকে) অপু বিশ্বাস, শাকিব খান এবং শবনম বুবলী। ছবি: সংগৃহীত।

তাঁকে নিয়ে ইন্ডাস্ট্রির অন্দরে বিতর্কের শেষ নেই। ও পার বাংলার চর্চিত অভিনেতা শাকিব খানের ব্যক্তিগত জীবন ঘিরে অনেক আলোচনাই হয়েছে। অভিনেত্রী অপু বিশ্বাসের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর ও পার বাংলার অভিনেত্রী শবনম বুবলীকে বিয়ে করেন অভিনেতা। সেই সম্পর্কও টেকেনি। ছেলে হওয়ার পরেই সম্পর্কে ইতি টানেন শাকিব। তার পর থেকে নানা বিতর্ক লেগেই আছে। এরই মাঝে নতুন গুঞ্জন। শোনা যাচ্ছে, অপু, বুবলীকে ভুলে অভিনেতার মন মজেছে মিষ্টি জান্নাতে। সম্প্রতি বিমানে বসে একটি নিজস্বী তুলেছিলেন অভিনেত্রী। শাকিবের সঙ্গে নায়িকার সেই ছবি প্রকাশ্যে আসতেই শুরু যত জল্পনা। তা হলে কি নতুন সম্পর্কে জড়ালেন অভিনেতা? যদিও নায়কের ‘স্পিকটি নট’। অনেকেই লিখেছেন, আবারও কি তবে বিদেশে নতুন সংসার পাতার পরিকল্পনা করে ফেলেছেন নায়ক?

Advertisement

গত রবিবার তিনটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। যে ছবি পোস্ট করে মিষ্টি লেখেন, ‘লভ লভ।’ সেই সঙ্গে অনেকগুলো ইমোজি। সেই ছবি দেখেই দুইয়ে দুইয়ে চার করেছেন অনুরাগীরা। এক জন লেখেন, “অপু, বুবলীর সতীনের তালিকায় তবে যুক্ত হল নতুন সতীন!” তবে আদৌ যে বিষয়টি এমন নয় সেই ধোঁয়াশা কাটিয়েছেন নায়িকা নিজেই। ছবি পোস্টের পরেই একটি রিল ভিডিয়ো পোস্ট করেন অভিনেত্রী। সেখানে তিনি স্পষ্ট করেছেন, কলকাতা থেকে ঢাকা ফিরছিলেন তাঁরা। ফ্লাইটেই নায়কের সঙ্গে দেখা হয়েছে তাঁর। তাই সুযোগ পেয়ে ছবিটি তোলেন তিনি। সম্প্রতি দুই পক্ষের ছেলের সঙ্গেই ছবি পোস্ট করেন শাকিবের দুই প্রাক্তন স্ত্রী। সেই ছবিকে কেন্দ্র করেও বিপুল বিতর্ক হয়েছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement