Kareena Kapoor Khan

বাড়িতে দুষ্কৃতী হামলা, ৪৪ বছরে পা দিয়ে আমূল বদল এল করিনার জীবনে নিলেন কোন সিদ্ধান্ত?

বাড়িতে দুষ্কৃতী হামলার ঘটনার মাস দুয়েক পেরোতে না পেরোতেই বড় সিদ্ধান্ত নিলেন করিনা কপূর। জানালেন চুয়াল্লিশে পা দিয়ে একেবারে বদলে ফেলেছেন নিজেকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ জুন ২০২৫ ১৪:৩৬
Share:

করিনার জীবনে এমন বদলের কারণ কী? ছবি: সংগৃহীত।

সইফ আলি খানের উপর হামলার ঘটনায় স্তম্ভিত হয়ে গিয়েছিল মুম্বই শহর। হামলার তিন দিন পরেই পুলিশের জালে ধরা পড়েছিল মূল অভিযুক্ত। তার পর থেকে অভিনেতার নিরাপত্তা নিয়ে উঠেছিল প্রশ্নচিহ্ন। এত বড় তারকার বাড়িতে নেই সিসিটিভির নজরদারি! বাড়ির পিছনের দরজা ছিল খোলা! ফলে অনায়াসে পিছনের সিঁড়ি দিয়ে উঠে ঘরে ঢোকে দুষ্কৃতী। চুরিতে বাধা পেয়ে প্রায় ছ’বার ছুরি দিয়ে অভিনেতাকে কোপায় ওই দুষ্কৃতী। এই ঘটনার পর থেকে আঁটসাঁট করা হয় সইফের বাড়ির নিরাপত্তা। এই ঘটনার মাস দু’য়েক পেরোতে না পেরোতেই বড় সিদ্ধান্ত নিলেন করিনা কপূর। জানালেন, চুয়াল্লিশে পা দিয়ে একেবারে বদলে ফেলেছেন নিজেকে।

Advertisement

এমনিতেই যে খুব একটা বেনিয়ম করতেন তেমনটা নয়, তবু আগে প্রায় দিনই করিনার বাড়িতে রাত-পার্টি হত। সেখানে আসতেন অভিনেত্রীর ঘনিষ্ঠ বান্ধবীরা। তবে এখন সে সব পুরো বন্ধ করে দিয়েছেন। জীবনযাত্রায় আমূল পরিবর্তন এনেছেন। এখন সন্ধে ৬টার মধ্যে রাতের খাবার খেয়ে নেন। সাড়ে ৯টার মধ্যে বিছানায়। করিনা বলেন, ‘‘আমাকের আর কোনও রাতের পার্টি পাবে না। আমার বাড়ির লোকেরা জানেন সে কথা। রাতে শুয়ে শুয়ে অল্প আওয়াজে ওয়েব সিরিজ় দেখি।’’ করিনা একা নন, তাড়াতাড়ি রাতের খাবার খেয়ে নেওয়া ও তাড়াতাড়ি শুয়ে পড়ার অভ্যাস রয়েছে অনুষ্কা শর্মা, অক্ষয় কুমারদের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement