নতুন ধারাবাহিকে ফিরছেন সোমরাজ মাইতি? ছবি: সংগৃহীত।
‘টেক্কা রাজা বাদশা’, ‘কুঞ্জছায়া’, ‘চিনি’— একের পর এক ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। কয়েক মাস আগে শেষ হয়েছে ধারাবাহিক ‘চিনি’। মাঝে বেশ কিছু দিনের বিরতি নিয়ে নতুন ভাবে পর্দায় ফিরছেন অভিনেতা সোমরাজ মাইতি।
সূত্র বলছে, জ়ি বাংলার নতুন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে। ইতিমধ্যেই প্রোমোর শুটিং-ও নাকি শুরু হয়ে গিয়েছে। শোনা যাচ্ছে, এই মুহূর্তে বোলপুরে ধারাবাহিকের প্রোমোর শুটিং করছেন অভিনেতা। নায়িকা কে? তা এখনও পর্যন্ত জানা যায়নি। সম্ভবত এই নতুন কাহিনিতে সোমরাজের বিপরীতে নতুন মুখই দেখা যাবে বলে শোনা যাচ্ছে। টিআরপি তালিকায় ‘চিনি’ ধারাবাহিক সে ভাবে প্রভাব না ফেললেও সোমরাজের অভিনীত চরিত্র নিয়ে বেশ আলোচনা হয়েছিল দর্শকমহলে।
যদিও এখনও পর্যন্ত নতুন ধারাবাহিক প্রসঙ্গে নায়ক বা চ্যানেল কর্তৃপক্ষের তরফে কোনও ঘোষণা করা হয়নি। এরই মাঝে নতুন ব্যবসা খুলেছেন নায়ক। বান্ধবী আয়ুশী তালুকদারের সঙ্গে মিলে কলকাতায় ‘পিলাটিস সেন্টার’ (শরীরচর্চা সংক্রান্ত) খুলেছেন। সম্প্রতি যশ দাশগুপ্ত এবং নুসরত জাহান উদ্বোধন করেছেন তাঁদের এই প্রশিক্ষণকেন্দ্রের।
ব্যবসার কাজ তো চলছে। শীঘ্রই বড় পর্দায়ও দেখা যাবে সোমরাজকে। সৌপ্তিক চক্রবর্তী পরিচালিত ‘দেবী’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তিনি। এই ছবির মাধ্যমে প্রথম বার নায়িকা হিসাবে বড় পর্দায় পা রাখছেন ‘বাহা’ রণিতা দাস। আগামী ২৫ জুলাই মুক্তি পাবে এই ছবি।