Apu Biswas

রোগা হওয়ার জন্য অস্ত্রোপচার করিয়েছেন অপু! গোপন কথা ফাঁস হতেই কী বললেন নায়িকা?

অভিনেত্রী অপু বিশ্বাসকে নিয়ে আলোচনার শেষ নেই। শোনা যাচ্ছে সম্প্রতি অস্ত্রোপচারের মাধ্যমে ওজন ঝরিয়েছেন অভিনেত্রী, যা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২২ জুলাই ২০২৫ ১৪:১০
Share:

কী বললেন অপু বিশ্বাস? ছবি: সংগৃহীত।

বাংলাদেশের আলোচিত নৃত্য পরিচালক গৌতম সাহা। ও পার বাংলার নায়িকাদের সঙ্গে তাঁর বন্ধুত্বের কথা প্রায় সকলেরই জানা। শোনা যায়, একসময় অভিনেত্রী অপু বিশ্বাসের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। কিন্তু হঠাৎই নাকি শবনম বুবলীর সঙ্গে তাঁর বন্ধুত্ব গড়ে উঠেছে, আর সে কারণেই অপুর সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে।

Advertisement

গৌতমের এক সাম্প্রতিক মন্তব্যে তোলপাড় ও পার বাংলার রুপোলি দুনিয়া। ‘কালের কণ্ঠ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে অপুর গোপন কথা প্রকাশ্যে আনেন গৌতম। নায়িকাকে নাকি শরীরের মেদ ঝরাতে অনেক সাহায্য করেছিলেন তিনি। কিন্তু সে সময়ে কোনও কিছুই মানতেন না অপু।

গৌতম বললেন, “অপুকে রোগা করার জন্য আমি চিকিৎসকের কাছে নিয়ে গিয়েছিলাম। খাওয়ার নিয়ম তৈরি করে দেওয়া হয়েছিল। কিছু মানেনি। এখন তো শুনছি অস্ত্রোপচারের মাধ্যমে রোগা হয়েছে। কিন্তু তখন চেহারা ধরে রাখার বেশি দরকার ছিল অপুর।”

Advertisement

ইন্ডাস্ট্রির অন্দরে অপু-বুবলীর তরজা লেগেই রয়েছে। তার মধ্যে এই মন্তব্য বিতর্ক আরও উস্কে দিয়েছে। এ প্রসঙ্গে অপু কোনও মন্তব্য করতে নারাজ। আনন্দবাজার ডট কমকে তিনি বললেন, “কোনও উত্তর দিতে চাই না। ওঁর সঙ্গে আমার বহু দিন কোনও সম্পর্ক নেই। কী করে জানলেন আমি কী ভাবে ওজন কমিয়েছি? সেটা ভেবেই হাসি পাচ্ছে।” বর্তমানে বুবলীর সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত গৌতম। একসময় অপুর সঙ্গে বহু কাজ করেছেন তিনি। ইন্ডাস্ট্রির অন্দরের গু়ঞ্জন, অপুর সঙ্গে কাজ করার পরেই তিনি স্বীকৃতি পেয়েছেন। তার পরে তাঁদের সম্পর্কের এই তিক্ততায় অবাক অনেকেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement