Rukmini Maitra

রাতুল মুখোপাধ্যায়ের নতুন ছবিতে মুখ্য চরিত্রে রুক্মিণী মৈত্র! বিপরীতে দেখা যাবে কোন নায়ককে?

পরিচালক রাতুল মুখোপাধ্যায় নাকি তাঁর আগামী ছবির পরিকল্পনা করে ফেলেছেন। শোনা যাচ্ছে, তাঁর নতুন ছবির নায়িকা রুক্মিণী মৈত্র। নায়কের চরিত্রে দেখা যাবে কাকে?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ জুন ২০২৫ ১৮:১৪
Share:

রাতুল মুখোপাধ্যায়ের নতুন ছবিতে রুক্মিণীর বিপরীতে অভিনয় করবেন কে? ছবি: সংগৃহীত।

ঠিক এক বছর আগের কথা। প্রকাশ্যে এসেছিল ‘কালিয়াচক চ্যাপ্টার ১’-এর প্রচার ঝলক। রাতুল মুখোপাধ্যায় পরিচালিত এই ওয়েব সিরিজ় প্রশংসিত হয়েছিল বিভিন্ন মহলে। মাঝে বেশ কিছু দিন কেটে গিয়েছে। পরিচালকের নতুন কাজের কথা সে ভাবে শোনা যায়নি। তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা হয়েছে বেশি।

Advertisement

তবে স্টুডিয়ো পাড়ার অন্দরের খবর, খুব শীঘ্রই নতুন ছবির পরিকল্পনা করছেন তিনি। দেখা যাবে টলিপাড়ার দুই তারকাকে। শোনা যাচ্ছে, এই ছবির মাধ্যমে দর্শক পাবেন নতুন জুটি। ইতিমধ্যেই ছবির পরিকল্পনা করে ফেলেছেন তিনি। সূত্র বলছে, গল্পটি প্রেমের নাকি আদ্যোপান্ত পারিবারিক— তা এখনও স্পষ্ট নয়। অভিনেতা বাছাইয়ের ক্ষেত্রে থাকছে বড় চমক। শোনা যাচ্ছে, এই ছবিতে প্রথম বার জুটিতে দেখা যাবে অভিনেতা সোহম চক্রবর্তী এবং অভিনেত্রী রুক্মিণী মৈত্রকে।

দেব-রুক্মিণী, আবীর-রুক্মিণী জুটি দেখলেও দর্শক এর আগে কখনও তাঁদের একসঙ্গে পর্দায় দেখেননি। যদিও, এ বিষয়ে পরিচালক বা অভিনেতা-অভিনেত্রীর তরফে কোনও মন্তব্য শোনা যায়নি। ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’ ছবিতে রুক্মিণীর অভিনয় প্রশংসিত হয়েছে দর্শকমহলে। তার পর চিরঞ্জিত চক্রবর্তীর সঙ্গে ‘হাঁটি হাঁটি পা পা’ ছবির শুটিং শেষ করেছেন নায়িকা। শোনা যাচ্ছে, রাহুল মুখোপাধ্যায়ের ‘মন মানে না’ ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন রুক্মিণী। অন্য দিকে সোহম ব্যস্ত তাঁর আগামী ছবি ‘বহুরূপ’ নিয়ে। যে ছবিতে অভিনেত্রী ইধিকা পালের সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে নায়ককে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement