এ বার কি একই ছবিতে দেখা যাবে শুভশ্রী এবং শ্রাবন্তীকে? ছবি: সংগৃহীত।
‘কোকা কোলা’, ‘ডাকাত পড়েছে’— অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ঝুলিতে রয়েছে বেশ কিছু সফল ‘আইটেম’ গান। ইন্ডাস্ট্রির অন্দরের খবর আবার এমনই দুর্দান্ত গানের দৃশ্যে দেখা যাবে নায়িকাকে। শোনা যাচ্ছে, একই ছবিতে দেখা যাবে অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কেও। এই ছবির পরিচালক কে? নায়ক হিসাবেই বা দেখা যাবে কাকে?
যদিও এই বিষয়ে অন্দরের কেউ কোনও কিছু বলতেই রাজি নন। আনন্দবাজার ডট কম-এর তরফে অভিনেত্রী শ্রাবন্তীর সঙ্গেও যোগাযোগ করা হয়েছিল। কিন্তু সে সময় তিনি শটে ব্যস্ত ছিলেন। ফলে কথা বলতে পারেননি। তবে ঘনিষ্ঠসূত্র বলছে, এক দিকে যেমন নায়িকাকে দেখা যাবে বিশেষ গানে। তেমনই এই ছবিতে বিশেষ চরিত্রে অভিনয় করবেন শুভশ্রী। পরিচালক রাজ চক্রবর্তীর ‘প্রলয় ২’ ছবিতেই নাকি রয়েছে এমন চমক।
ছবির শুটিং এখনও চলছে। এখনও কেউ ঘুণাক্ষরেও টের পায়নি যে এই ছবিতে শাশ্বত চট্টোপাধ্যায়ের পাশাপাশি দেখা যেতে পারে শ্রাবন্তী এবং শুভশ্রীকেও। যদিও ইতিমধ্যে কয়েক দিন আগে ‘প্রলয় ২’-এর শুটিং সেটে ঢুঁ দিয়েছিল আনন্দবাজার ডট কম। শট দিচ্ছিলেন খরাজ মুখোপাধ্যায়, পার্থ ভৌমিক, সৌরসেনী মৈত্র-সহ আরও অনেকে। সিরিজ়ের গল্প অনুযায়ী, ভাড়াবাড়িতে কয়েক জন অজ্ঞাতপরিচয় যুবকের খোঁজে উপস্থিত ‘স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ’ আধিকারিকেরা। ওই যুবকেরা নাকি অপরাধদুনিয়ার সঙ্গে যুক্ত। বাড়ির মালিকের ভূমিকায় বলরাম পাণ্ডে, সহকারী রিমিল সেন। শ্রীমানীবাড়ি ছা়ড়াও শুটিং চলেছে সুকিয়া স্ট্রিট বাজারেও।