শাশুড়ি মা স্মিতা বক্সীর পথেই কি হাঁটবেন সুদীপ্তা? ছবি: সংগৃহীত।
তৃণমূল নেতা সৌম্য বক্সীর স্ত্রী তিনি। প্রাক্তন তৃণমূল বিধায়ক স্মিতা বক্সীর পুত্রবধূ হলেন টলিপাড়ার দুঁদে খলনায়িকা সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়। ইদানীং শাসকদলের অনেক অনুষ্ঠানেই দেখা যায় তাঁকে। তা কি শুধুই পারিবারিক সূত্রে নাকি নেপথ্যে রয়েছে অন্য কোনও কারণ? ইন্ডাস্ট্রির অন্দরের গুঞ্জন, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে প্রার্থী হিসাবে দেখা যেতে পারে সুদীপ্তাকে। সত্যিই কি তাই?
সুদীপ্তা এখনই কিছু খোলসা করতে নারাজ। অভিনেত্রী বলেন, “এখনই তো কিছু বলতে পারছি না। তবে যেটাই হবে সেটা ভালর জন্য হবে। দেখা যাক কী হয়।” পরিবার সূত্রে সারা ক্ষণই তাঁর বাড়িতে শাসকদলের নেতাদের আনাগোনা। বাড়িতে রাজনীতি নিয়ে চর্চা হয়। সে ক্ষেত্রে কি নিজেকে আগামিদিনে রাজনীতিক হিসাবে দেখতে চাইবেন সুদীপ্তা? এক কথায় উত্তর দিলেন অভিনেত্রী। সুদীপ্তা বলেন, “হ্যাঁ, দেখতে চাই।” এই মুহূর্তে শুধুই তাঁকে অভিনেত্রী হিসাবে দেখছে দর্শক। ‘রাঙামতী তিরন্দাজ’ ধারাবাহিকেও তাঁকে দেখা যাচ্ছে দুষ্টু চরিত্রে।
অভিনয়, রাজনীতি নিয়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে অভিনেত্রী। এত কিছুর পরেও বাবাকে বার বার মনে পড়ছে তাঁর। বিয়ের পরেই ঘটে অঘটন। ১০ নভেম্বর দু’বছর হল। বাবাকে ছাড়া এতগুলো দিন কাটিয়ে ফেলবেন তা ভাবতেই পারেননি অভিনেত্রী। সমাজমাধ্যমে বাবার ছবি দিয়ে নিজের আবেগ উজাড় করে দিলেন সুদীপ্তা। বাবাদের একটু বেশিই ভালবাসে মেয়েরা। তাই মৃত্যুবার্ষিকী বলে নয়, প্রতি দিন প্রতি পদক্ষেপে তাঁর বাবাকে মনে পড়ে। তবে তিনি মনে করেন, সর্বক্ষণ তাঁর বাবা সঙ্গে আছেন। তা হলে পরবর্তীকালে অভিনেত্রী সুদীপ্তাকে নেত্রী হিসাবে দেখা যাবে? সেই ধোয়াঁশা অবশ্য জারি রাখলেন অভিনেত্রী।