আর্য, অপর্ণার মাঝে নতুন মানুষ? ছবি: সংগৃহীত।
আর্য সিংহ রায়ের জীবনে যে একটা অতীত আছে তা ধারাবাহিকের কাহিনি দেখে এত দিনে দর্শক আন্দাজ করতে পেরেছেন। ঝড়বৃষ্টির রাতে হোটেলের ঘরে অপর্ণাকে নিজের মনের কথা বলতে গিয়ে সেই ইঙ্গিতই দিয়েছে সে। ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে এখন টানটান উত্তেজনা। অপর্ণা আর আর্য কাছাকাছি। কিন্তু চারিদিকের কেউই চায় না নায়ক-নায়িকার প্রেমটা হোক। শোনা যাচ্ছে, এই কাহিনিতেই এ বার তৃতীয় ব্যক্তির আগমন হতে চলেছে। এন্ট্রি নেবে নাকি নতুন নায়িকা। আর্যর প্রাক্তন স্ত্রীয়ের চরিত্রে নাকি অভিনেত্রী টুম্পা ঘোষকে ভাবা হয়েছে। একসময় ইন্ডাস্ট্রির অন্দরে জীতু এবং টুম্পাকে নিয়েও বিপুল আলোচনা হয়েছে। শোনা গিয়েছিল, একসঙ্গে অভিনয়ের সূত্রেই কাছাকাছি এসেছিলেন তাঁরা। বেশ অনেক দিন নাকি তাঁরা প্রেমের সম্পর্কে ছিলেন। যদিও সেই সব এখন অতীত। বর্তমানে দু’জনেই নিজেদের মতো কাজ করছেন।
এখন প্রশ্ন, তা হলে এ বার কি গল্পে দিতিপ্রিয়া রায়, জীতু কমল আর টুম্পা ঘোষের ত্রিকোণ প্রেম দেখবেন দর্শক? খবর প্রকাশ্যে আসার পর অনেকের মনেই প্রশ্ন।
এ প্রসঙ্গে আনন্দবাজার ডট কমের তরফে টুম্পাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “না, আমি ওই চরিত্রে অভিনয় করছি না। হয়তো আমায় ভাবা হয়েছিল। কিন্তু আমার কাছে কোনও ফোন আসেনি। তার মধ্যেই ‘গীতা এল এল বি’ ধারাবাহিকের তরফে যোগাযোগ করা হয়।” তবে এই চরিত্রে টুম্পাকে দেখা না গেলেও আর্য, অপর্ণার প্রেমের কাহিনিতে নতুন ট্র্যাক নিয়ে ভাবনাচিন্তা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। যদিও প্রাক্তন স্ত্রীয়ের চরিত্রে কাকে দেখা যাবে, এখনও ঠিক হয়নি।
এই মুহূর্তে স্নেহাশিস চক্রবর্তীর ধারাবাহিকে দেখা যাচ্ছে টুম্পাকে। একটি অন্ধ মেয়ের চরিত্রে অভিনয় করছেন তিনি। সুতরাং একটি ধারাবাহিকে অভিনয় করতে করতে তাঁর পক্ষে এখন আর অন্য ধারাবাহিকে অভিনয় করা সম্ভব নয়। অভিনেত্রী জানালেন, ‘গীতা এল এল বি’ ধারাবাহিকের সুযোগও এসেছে হঠাৎ করে।
প্রসঙ্গত, জীতুর বিপরীতে আগেও দর্শক দেখেছেন টুম্পাকে। ‘রাগে অনুরাগে’ ধারাবাহিকের মাধ্যমে এই জুটি খুবই সাড়া ফেলেছিল। তবে তার পর আর সে ভাবে টুম্পা-জীতুকে দেখেননি দর্শক।