কৌশিক গঙ্গোপাধ্যায় এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ছবি: সংগৃহীত।
হাতে ছোরা৷ এ দিকে মুখে হাসি। পাশাপাশি বসে পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তা হলে কি আবার ক্যামেরার ও পারে কৌশিক আর এ পারে শুভশ্রী? পরিচালক-নায়িকার ছবি উস্কে দিয়েছে অনেক প্রশ্ন।
দু’জনেই সমাজমাধ্যমের পাতায় ছবি ভাগ করে নিয়েছেন। শুভশ্রী লিখেছেন, "হাসতে হাসতে খুন করে দেব।" সেই একই ছবি ভাগ করে নিয়েছেন কৌশিক। তিনি লেখেন, ‘‘হঠাৎ আজ সকালে, দুজনেই হেসে খুন।’’ তা হলে কি কৌশিক থ্রিলারধর্মী কোনও ছবির পরিকল্পনা করছেন?
হাসতে হাসতে পরিচালকের উত্তর, ‘‘সোশ্যাল মিডিয়ায় কিছু দিলেই মহাবিপদ দেখছি। এক বন্ধুর বাড়ি গিয়েছিলাম আমরা৷ সেখানেই এই ছবি তোলা।’’
পরিচালক যদিও ছবি তৈরির প্রসঙ্গ এড়িয়ে গিয়েছেন। কিন্ত, সূত্র বলছে, জল অনেক দূর গড়িয়েছে৷ নতুন ছবির পরিকল্পনাই চলছে৷ সবটাই নাকি প্রাথমিক স্তরে রয়েছে৷ তাই এখনই সবটা খোলসা করতে নারাজ কৌশিক এবং শুভশ্রী।