(উপরে) ‘বুলেট সরোজিনী’ ধারাবাহিকের একটি দৃশ্য, পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার (নীচে)। ছবি: সংগৃহীত।
‘বুলেট সরোজিনী’ শেষ হয়ে গিয়েছিল খুব অল্প দিনেই। সেই ধারাবাহিক প্রযোজনা এবং পরিচালনার দায়িত্বে ছিলেন স্বর্ণেন্দু সমাদ্দার। দুর্গাপুজোর অনেক আগেই শেষ হয়ে যায় এই ধারাবাহিক। তার পর থেকেই নতুন কাজের পরিকল্পনা শুরু করেছেন পরিচালক। শোনা যাচ্ছে, একসঙ্গে তিনটি ধারাবাহিক প্রযোজনা করার কথা ভাবছেন স্বর্ণেন্দু।
ইন্ডাস্ট্রির অন্দরের গুঞ্জন, তিনটি চ্যানেলের সঙ্গে কথা চলছে পরিচালকের। ইতিমধ্যে বেশ কিছু অভিনেতার সঙ্গে নাকি কথাবার্তাও বলে ফেলেছেন স্বর্ণেন্দু। এই খবর কি সত্যি? যদিও এখনই সবটা খোলসা করতে নারাজ তিনি। তবে স্বর্ণেন্দু বলেছেন, “হ্যাঁ, নতুন কাজ আসার কথা। আলোচনা চলছে। কিন্তু এখনও পর্যন্ত কিছু চূড়ান্ত হয়নি। সঠিক সময় আসুক, সবটা জানাব।” স্বর্ণেন্দুর নতুন ধারাবাহিকে নতুন মুখ দেখার সম্ভাবনাই বেশি।
কয়েক বছর আগে ‘ক্রেজ়ি আইডিয়াজ় মিডিয়া’ নামে নিজের প্রযোজনা সংস্থা খুলেছেন স্বর্ণেন্দু। তাঁর প্রযোজিত ‘আমাদের এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকটি বিপুল আলোচিত হয়েছিল। ‘রাঙা বউ’ ধারাবাহিকটিও নজর কেড়েছিল দর্শকের। স্বর্ণেন্দুর আসন্ন কাজ নিয়ে আলোচনা শুরু হওয়ার পর থেকে দর্শকের মনে প্রশ্ন, নায়ক-নায়িকা হিসাবে দেখা যাবে কাদের? সেটা অবশ্য ক্রমশ প্রকাশ্য। পার্শ্বচরিত্রে অভিনয়ের জন্য কিছু অভিনেতার সঙ্গে ইতিমধ্যে কথা বলা হয়েছে বলে খবর।