Swastika Dutta

স্বস্তিকার নতুন মেগার ঝলক আসতেই কোপ পড়ল কোন কাহিনিতে? শীঘ্রই শেষের পথে জনপ্রিয় ধারাবাহিক!

ধারাবাহিকে ফিরেছেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত। প্রকাশ্যে এসেছে প্রচার-ঝলক। এর মাঝেই শুরু নতুন আলোচনা। তবে কি শীঘ্রই শেষ হবে পুরনো কোনও ধারাবাহিক?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২৫ ১৭:৪১
Share:

কোন ধারাবাহিকের পরিবর্তে দেখানো হবে স্বস্তিকা দত্তর নতুন কাহিনি? ছবি: সংগৃহীত।

‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’ হয়ে ছোটপর্দায় ফিরছেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত। প্রকাশ্যে এসেছে নতুন ধারাবাহিকের প্রথম ঝলক। তার পর থেকেই প্রশ্ন, কোন সময়ে দেখানো হবে এই কাহিনি? তা হলে কি শীঘ্রই শেষ হয়ে যাচ্ছে পুরনো কোনও ধারাবাহিক?

Advertisement

এরই মধ্যে আরও একটি নতুন ধারাবাহিকের ঘোষণাও হয়ে গিয়েছে। অভিনেত্রী শোলাঙ্কি রায় এবং গৌরব চট্টোপাধ্যায়ের ধারাবাহিকের প্রচার-ঝলক এসেছে প্রকাশ্যে। দর্শকমনে সেই একই প্রশ্ন, তা হলে কোন কোন ধারাবাহিককে সরিয়ে দেখানো হবে নতুন গল্পগুলো? ইন্ডাস্ট্রির অন্দরের ফিসফাস শীঘ্রই শেষের পথে ‘গৃহপ্রবেশ’ ধারাবাহিকটি।

ঊষসী রায় এবং সুস্মিত চট্টোপাধ্যায়কে জুটিকে দর্শক প্রথম বার দেখেছিল এই ধারাবাহিকে। সেই সঙ্গে নেতিবাচক চরিত্রে কৌশাম্বী চক্রবর্তীর অভিনয়ও নজর কাড়ে দর্শকের। তাঁদের ত্রিকোণ প্রেমে মজেছিল দর্শক। প্রতি দিন রাত সাড়ে আটটায় সম্প্রচারিত হয় এই ধারাবাহিক। শোনা যাচ্ছে, স্বস্তিকা অভিনীত এই নতুন ধারাবাহিক দেখানো হতে পারে ওই একই সময়ে। তা হলে কি সত্যিই শেষ হয়ে যাবে ‘গৃহপ্রবেশ’? নাকি সময় পরিবর্তন করা হবে? উত্তর জানতে আগ্রহী অনুরাগীরা। প্রসঙ্গত, এখনও শুরু হয়নি ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’ ধারাবাহিকের শুটিং। সম্ভবত ২৯ অক্টোবর থেকে শুরু হবে এই ধারাবাহিকের কাজ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement