জীতুর সঙ্গে প্রেমের দৃশ্যে অভিনয় করতে চাইছেন না দিতিপ্রিয়া? ছবি: সংগৃহীত।
‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের সেটে আবার ঝামেলা? সূত্র বলছে, দিতিপ্রিয়া রায় এবং জীতু কমলের মধ্যে নাকি ফের বিবাদ লেগেছে। শুটিংসেটে দেরিতে ঢোকা নিয়েই নাকি ঝামেলা শুরু। সূত্রের খবর অনুযায়ী, নায়ক শুটিংয়ে আসার ১৫ মিনিট পরে এসে পৌঁছোন নায়িকা। রেগে নাকি সেট থেকে বেরিয়ে গিয়েছিলেন নায়ক। সেখান থেকেই নাকি ফের সমস্যা শুরু।
দর্শকের একাংশের প্রশ্ন, তবে কি শীঘ্রই শেষ হয়ে যাবে এই ধারাবাহিক? আদতে কী ঘটেছে ধারাবাহিকের সেটে? এ প্রসঙ্গে আনন্দবাজার ডট কমের তরফে যোগাযোগ করা হয় অভিনেতা অভ্রজিৎ চক্রবর্তীর সঙ্গে। এই ধারাবাহিকে কিঙ্করের চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে। অভ্রজিৎ বলেন, “ওদের মধ্যে আবার কিছু ঘটেছে কি না, সেই আঁচ আমি পাইনি। কারণ আমাদের শুটিংয়ের সময় অনেক সময়ে এক হয় না। তাই বলতে পারব না। তবে ধারাবাহিক বন্ধের প্রসঙ্গে বলতে চাই, সবটাই দর্শকের হাতে। তাঁরা যত দিন চাইবেন, ধারাবাহিক চলবে। না চাইলে বন্ধ হয়ে যাবে।”
ইন্ডাস্ট্রির অন্দরের আলোচনা, রোম্যান্টিক দৃশ্যে অভিনয় করতে গিয়ে নাকি নায়িকা বাধা দিয়েছেন। ফলে সেই সমস্যা আরও বেড়েছে। যদিও এখনও পর্যন্ত এ প্রসঙ্গে জীতু এবং দিতিপ্রিয়া কোনও মন্তব্য করেননি। এর আগেও নায়ক-নায়িকার সমস্যার কথা প্রকাশ্যে এসেছিল। নিজেদের অনুভূতি সমাজমাধ্যমেই প্রকাশ করেছিলেন তাঁরা। আবার কি ঘটতে চলেছে একই ঘটনা? প্রশ্ন সকলের।