Tollywood Gossip

বিয়ের এক বছর কাটতে না কাটতে বদলে গেল ভাগ্যের চাকা! স্বামীর জন্য মনোবিদের দ্বারস্থ অভিনেত্রী?

টলিপাড়ার আনাচেকানাচে কখন যে কী ঘটে তা বোঝা খুব কঠিন ব্যাপার। ক্যামেরার সামনে সবার জীবন মসৃণ। কিন্তু ক্যামেরা বন্ধ হলেই সব যেন ওলটপালট হয়ে যায়।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ জুন ২০২৫ ১৫:৪১
Share:

বিয়ের কিছু দিনের মধ্যেই সমস্যায় অভিনেত্রী! ছবি: সংগৃহীত।

তাঁদের বিয়ে নিয়ে টলিপাড়ায় বিপুল শোরগোল হয়েছে। চুপিসারে বিয়ে সেরেছিলেন যুগল। নায়িকার অসমবয়সি প্রেম নিয়ে আলোচনা কম হয়নি। সম্পর্কের শুরু থেকেই বিতর্ক জড়িয়েছিল তাঁকে। দর্শকের প্রিয় অভিনেত্রী তিনি। প্রায় এক বছরের সংসার তাঁর। গায়কের সঙ্গে সম্পর্কে জড়ানো থেকে বিয়ের পিঁড়ি পর্যন্ত— সবটাই ছিল আড়ালে।

Advertisement

এখন সুখে সংসার করছেন, এমনটাই শোনা যাচ্ছিল। কিন্তু টলিপাড়ায় ফিসফাস, কিছু একটা সমস্যা তৈরি হয়েছে। শোনা যাচ্ছে, স্বামীকে নিয়ে নাকি খুবই সমস্যায় পড়েছেন অভিনেত্রী। নায়িকার স্বামী নাকি অবসাদে ভুগছেন। তাই নাকি খুবই আতান্তরে পড়েছেন অভিনেত্রী। শুটিংয়ের ফাঁকে মনোবিদের কাছে নিয়ে ছুটছেন।

টলিপাড়ায় এই কাহিনি নতুন নয়। কখনও কাজ না-পাওয়া, কখনও আবার সিনেমা না-চলা— এমন অনেক কারণেই অবসাদের শিকার হয়েছেন অভিনেতা, অভিনেত্রীরা। তবে খুব কম শিল্পী প্রকাশ্যে এই বিষয় নিয়ে কথা বলেছেন। বলিউডের অনেকে এ বিষয়ে মুখ খুললেও, কলকাতার কেউ এই বিষয়ে খুব একটা মুখ খুলতে চান না। ফলে অভিনেত্রীর স্বামীর বিষয়ও আড়ালেই রয়েছে। শোনা যাচ্ছে, চিকিৎসা করাচ্ছেন তাঁরা। কিন্তু নেপথ্যে রয়েছে কী কারণ? তা স্পষ্ট নয়। অভিনেত্রী একের পর এক ছবিতে অভিনয় করে চলেছেন। তাঁর স্বামীও ইন্ডাস্ট্রিতে সফল। কিন্তু তার পরেও এমন কী সমস্যা হল ! সেই উত্তর অবশ্য অধরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement