Bengai New Serial

নতুন ধারাবাহিকে জুটি বাঁধছেন সন্দীপ্তা সেন ও হানি বাফনা! ছোট পর্দায় আসছে নতুন কাহিনি?

এই মুহূর্তে অভিনেতা হানি বাফনাকে দর্শক দেখছেন ‘শুভ বিবাহ’ ধারাবাহিকে। শোনা যাচ্ছে, এই মেগা শেষ হওয়ার পরেই সন্দীপ্তা সেনের সঙ্গে জুটি বাঁধবেন নায়ক।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৫ ১৭:২৮
Share:

এ বার জুটিতে সন্দীপ্তা সেন ও হানি বাফনা? ছবি: সংগৃহীত।

স্টুডিয়োপাড়ায় নতুন গুঞ্জন। শীঘ্রই নাকি জুটি বাঁধতে চলেছেন সন্দীপ্তা সেন এবং হানি বাফনা। এই মুহূর্তে হানিকে দর্শক দেখছেন ‘শুভ বিবাহ’ ধারাবাহিকে। অভিনেত্রী সোনামণি সাহার সঙ্গে জুটিতে দেখা যাচ্ছে তাঁকে। ইন্ডাস্ট্রির অন্দরের ফিসফাস, শীঘ্রই নাকি এই মেগা শেষ হতে চলেছে। তার পরেই নতুন ধারাবাহিকের শুটিং শুরু করবেন সন্দীপ্তা এবং হানি। সত্যিই কি নতুন ধারাবাহিকে দেখা যাবে তাঁদের?

Advertisement

প্রশ্ন নিয়ে আনন্দবাজার ডট কমের তরফে যোগাযোগ করা হয় অভিনেত্রী সন্দীপ্তার সঙ্গে। তিনি বললেন, “সম্পূর্ণ ভুল খবর। আমি এই মুহূর্তে ধারাবাহিকে অভিনয় করছি না। মূলত ওয়েব সিরিজ় আর বড় পর্দার কাজেই মন দিচ্ছি। ইদানীং তো সমাজমাধ্যমের পাতায় অনেক অনুরাগী ভুয়ো পোস্টারও তৈরি করে ফেলছেন।” অভিনেতা হানিরও সেই একই বক্তব্য। নিছকই রটনা বলে উড়িয়ে দিয়েছেন তিনি।

উল্টে তিনি জানিয়েছেন, ‘শুভ বিবাহ’ বন্ধ হওয়ার কোনও সম্ভাবনাই নেই এখন। হানি বলেন, “অনেক সময়ই এমন উড়ো খবর শোনা যায়। কিন্তু এটা আদতে একে বারেই সত্যি নয়। আমাদের ধারাবাহিকের কাহিনি এখন এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে শেষ হওয়া সম্ভবই নয়। তাই নতুন কিছু শুরু করার কোনও প্রশ্নই আসে না।”

Advertisement

এক দিকে সন্দীপ্তা যেমন মন দিয়েছেন ওয়েব সিরিজ়, বড় পর্দার কাজে তেমনই হানি-সোনামণি জুটি নিয়েও দর্শক মনে বিপুল আলোচনা। যদিও টিআরপি বলছে অন্য কথা। গত সপ্তাহেও প্রথম দশে দেখা যায়নি এই ধারাবাহিকের নাম। তবে টিআরপির নম্বর যা ইঙ্গিতই দিক না কেন, সমাজমাধ্যমের পাতায় সোনামণি-হানি জুটি নিয়ে আলোচনার অন্ত নেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement