Entertainment News

অরিজিৎ দত্ত আর শ্রীলেখা মিত্র হঠাৎ কাছাকাছি... কী করছেন তাঁরা?

‘গিফ্ট’ছবির সঙ্গীতের দায়িত্বে আছেন দিব্যেন্দু। নতুন এই ফিল্ম নিয়ে অরিন্দম বললেন, “সমসাময়িক প্রেক্ষাপটের গল্প এটা। প্রেম আর দাম্পত্যের কালো দিক বেরিয়ে আসবে কুড়ি মিনিটের পরিসরে।”

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০১৮ ১৬:৪২
Share:

শুটিংয়ে শ্রীলেখা এবং অরিজিত্।

নতুন কোনও প্রেম? প্রেমই বটে। তবে তা গল্পে। আর তাঁর ট্রিটমেন্ট করছেন পরিচালক অরিন্দম বসু। একেবারে ভিন্ন ফরম্যাটে 'দ্যাট গিফ্ট' নামের শর্ট ফিল্মে।

Advertisement

“আমি এখন চ্যালেঞ্জিং রোলে কাজ করার চেষ্টা করি। স্ক্রিপ্টে একটা ডার্ক এলিমেন্ট আছে। আর সেটাই আমাকে কাজটা করতে উদ্বুদ্ধ করেছে। অরিন্দমকে বহুদিন চিনি। আশা করি ও ভাল কাজ করবে”—বললেন শ্রীলেখা। কিন্তু অরিজিৎ হঠাৎ এই শর্ট ফিল্মে কেন? জানতে চাইলে অভিনেতা বলেন, “শ্রীলেখা এখানে একজন সেলস্গার্ল এর চরিত্রে অভিনয় করছে। খুব ইন্টারেস্টিং। বলতে পারেন শ্রীলেখার জন্যই এ ছবিতে আমি আছি।”

‘গিফ্ট’ছবির সঙ্গীতের দায়িত্বে আছেন দিব্যেন্দু। নতুন এই ফিল্ম নিয়ে অরিন্দম বললেন, “সমসাময়িক প্রেক্ষাপটের গল্প এটা। প্রেম আর দাম্পত্যের কালো দিক বেরিয়ে আসবে কুড়ি মিনিটের পরিসরে।”

Advertisement

আরও পড়ুন, ‘মুহূর্তের জন্য মনে হয়েছিল, আমায় অর্ধনগ্ন হয়ে অভিনয় করতে হবে!’

কম সময়ে গল্প বলার যুগে 'দ্যাট গিফ্ট' দর্শকদের জন্য কী উপহার নিয়ে আসবে এখন তারই অপেক্ষা।

(সিনেমার প্রথম ঝলক থেকে টাটকা ফিল্ম সমালোচনা - রুপোলি পর্দার বাছাই করা বাংলা খবর জানতে পড়ুন আমাদের বিনোদনের সব খবর বিভাগ।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement