কোন নিয়মের কথা বললেন শ্রীময়ী? ছবি: সংগৃহীত।
বিয়ের আগে তিনি শিবরাত্রি পালন করতেন। ২০২৪ সালে কাঞ্চন মল্লিককে বিয়ের পর থেকে শ্রাবণ মাসের সোমবার পালন করা শুরু করেছেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। যদিও আগের বছর শ্রাবণ মাসে খুব বেশি নিয়ম মানতে পারেননি। কারণ, সে সময় শ্রীময়ী অন্তঃসত্ত্বা ছিলেন। তবে এই বছরের শ্রাবণের সোমবারগুলো নিষ্ঠা ভরে পালন করছেন অভিনেত্রী। সোমবার শিবের মাথায় জল ঢেলে নিরামিষ খাবার খাওয়া তো আছেই। কিন্তু এই মাসে বিবাহিত মহিলাদের অনেকেই একটি নিয়ম মানেন। এ সময় অনেকেই হাতে সবুজ রঙের কাচের চুড়ি পরেন। শ্রীময়ীও কাচের চুড়ি পরেছেন।
অভিনেত্রী বললেন, “সঠিক কারণ বলতে পারব না। শুনেছি, শ্রাবণ মাসে সবুজ কাচের চুড়ি পরলে মহাদেব এবং মাতা পার্বতীর আশীর্বাদ লাভ করা যায়। সুবজ কাচের চুড়িকে সৌভাগ্যের প্রতীক হিসাবে গণ্য করা হয়।” এমনিই শ্রীময়ী-কাঞ্চনের বাড়িতে অনেক ধরনের পুজো হয়। আর পূর্ণিমায় সত্যনারায়ণ পুজোও হয়ে থাকে। তাই সারা বছর যে খুব কঠিন কিছু নিয়ম মেনে চলেন তিনি, তা নয়। শোনা যাচ্ছে, শীঘ্রই শ্রীময়ী এবং কাঞ্চনকে দেখা যাবে একসঙ্গে একটি রিয়্যালিটি শো-এ।
শোনা যাচ্ছে, বাংলা টেলিভিশন চ্যানেলের একটি গেম শোয়ে নাকি প্রতিযোগী হিসেবে দেখা যাবে এই জুটিকে। উঠে আসবে তাঁদের দাম্পত্য জীবনের খুঁটিনাটি। শুধু কাঞ্চন-শ্রীময়ী নন, বাংলা বিনোদন জগতের আরও বেশ কিছু তারকা জুটি অংশ নেবেন এই অনুষ্ঠানে। যদিও এ প্রসঙ্গে উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক জানান, এই নিয়ে এখনও তিনি তেমন কিছু জানেন না। তবে এমন কোনও প্রস্তাব পেলে সেখানে অংশ নেওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন। একই মত তাঁর স্ত্রী শ্রীময়ীর।