সৌরভকে কেক খাওয়ালেন শ্রীদেবী

‘মম’-এর প্রচারে এক দিনের সফরে কলকাতায় এসেছিলেন তিনি। দম ফেলার সময় নেই তাঁর। বুধবার রাতের ফ্লাইটে উড়ে গেলেন মুম্বইয়ে। তার মাঝেই একেবারে বাঙালি সাজে কিছুটা সময় কাটিয়ে গেলেন ‘দাদাগিরি’-র মঞ্চে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে।

Advertisement

স্রবন্তী বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: ২৯ জুন ২০১৭ ০১:৫৬
Share:

শ্রীদেবী। ছবি: স্বাতী চক্রবর্তী

পরনে চওড়া লাল পেড়ে সাদা গরদ, কানে ঝুমকো, গলা ভরা কুন্দনের হার, দু’হাতে কুন্দনের বালা, খোঁপায় জুঁই ফুলের মালা। লাল টিপ। লাল ঠোঁট। সত্যিই যেন ‘বিজলী গিরানে আয়ি!’

Advertisement

তাঁর ঝুলিতে ৩০০ ছবি। শ্রীদেবী। ৫০ বছরেরও বেশি সময় দাপিয়ে বেড়াচ্ছেন রুপোলি পরদায়। তবে তাঁর হাসির ঝরনায় এতটা পথ পেরিয়ে আসার কোনও ছাপ পড়েনি। বরং ‘দাদাগিরি’-র মঞ্চ যখন ‘হাওয়া হাওয়াই’ বলে নেচে উঠেছে, তিনিও তখন সেই ছন্দে হাল্কা শরীর দুলিয়ে বৃষ্টি নামালেন আষাঢ়ের জমাট সন্ধ্যায়।

‘মম’-এর প্রচারে এক দিনের সফরে কলকাতায় এসেছিলেন তিনি। দম ফেলার সময় নেই তাঁর। বুধবার রাতের ফ্লাইটে উড়ে গেলেন মুম্বইয়ে। তার মাঝেই একেবারে বাঙালি সাজে কিছুটা সময় কাটিয়ে গেলেন ‘দাদাগিরি’-র মঞ্চে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে।

Advertisement

প্রথম দিকে ছবির প্রচার ছাড়া মুখে প্রায় কুলুপ এঁটেছিলেন ‘চাঁদনি’-র নায়িকা। কিন্তু সৌরভ তাঁর অনায়াস দক্ষতায় কথা বলিয়ে নিলেন তাঁকে। সৌরভ প্রশ্ন করলেন, ‘‘ঋষি কপূর না জিতেন্দ্র না অমিতাভ বচ্চন, নাচের সময়ে কার সঙ্গে সবচেয়ে ভাল টিউনিং ছিল? শ্রীদেবী বলেন, ‘‘প্রত্যেক অভিনেতার নিজস্ব ভঙ্গি আছে। এক এক জনের সঙ্গে রসায়নটাও তাই এক এক রকম। তবে প্রথম দিকের অমিতাভের চেয়ে পরে যখন ‘খুদা গাওয়া’র অমিতাভ বচ্চনকে দেখেছি, মনে হয়েছে প্রতিটি ছবির সঙ্গে তিনি আরও বেশি পরিণত হয়েছেন।’’ অনেকের মতোই সৌরভও বলেছিলেন, ‘‘আপনি তো ক্লাসিকাল ডান্সে প্রশিক্ষণ নিয়েছেন।’’ সৌরভকে সংশোধন করে শ্রীদেবী বলেন, ‘‘সকলেই ভাবেন, আমি শাস্ত্রীয় নৃত্যে শিক্ষা নিয়েছি। এটা ভুল। যেটুকু ক্লাসিকাল নাচ জানি, তা একদমই ছবিতে কাজ করতে করতেই শেখা।’’

দাদাগিরির মঞ্চে শ্রীদেবীর সঙ্গে দেখা করতে এসেছিলেন তাঁর এক পুরুষ ফ্যান। মনের মণিকোঠায় শ্রীদেবীর ছবি আজীবন লালন করে তিনি বিবাহবন্ধনে কোনওদিনই আবদ্ধ হননি। তাঁর সঙ্গে শ্রীদেবী যখন কথা বলছিলেন, তখন ঠিক সেই ‘চাঁদনি’-র প্রাণোচ্ছ্বল মুখটাই মনে পড়ছিল। কিছুটা চাপা হাসি… কিছুটা গম্ভীর ভাব।

‘মম’ ছবির ট্রেলার দেখে অনেকেরই মনে হচ্ছে, এটা থ্রিলার। তবে ‘মম’-এর দেবকী বললেন, ‘‘এটা একটা সিম্পল ছবি। যেখানে থ্রিলার এসেছে ঘটনার আকস্মিকতায়’’ আজকের প্রজন্মের উদ্দেশে তিনি বলেন, ‘‘মা কে কখনও টেকেন ফর গ্র্যান্টেড ভেবো না। আমি নিশ্চিত, এই ছবি দর্শককে মায়েদের নিয়ে নতুন করে ভাবাবে’’।

দাদাগিরির মঞ্চ, তাই চমক তো থাকবেই। শ্রীদেবীর অভিনয় জীবনের ৫০ বছর পূর্তিতে কেক কাটতে হঠাৎ চলে এলেন বনি কপূর! মিডিয়া তো দূর, কাকপক্ষীও তাঁর আসার খবর পায়নি। বনি সৌরভকে বললেন, দাদার টানেই তাঁর এখানে আসা। আসলে বনি ছাড়া সত্যি শ্রী অচল, অকপটে বললেন, ‘‘স্বামী হিসেবে ও যতটা যত্নশীল, প্রযোজক হিসেবেও। আমি এত প্যাশনেট প্রযোজক কম দেখেছি।’’ ততক্ষণে বিশাল কেক হাজির। দাদা তাঁর ক্যাপ্টেনসুলভ ভঙ্গিতে শ্রীর হাতে ধরিয়ে দিলেন ছুরি। শ্রীও কিছু কম যান না। নিজে হাতে কেক খাওয়ালেন দাদাকে।

দাদাগিরির মঞ্চে তখন একমুখ চাঁদের আলো? না কি স্বয়ং চাঁদেরই নেমে আসা!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন