এসএস রাজামৌলির বিরুদ্ধে অভিযোগ। ছবি: সংগৃহীত।
ঈশ্বরে বিশ্বাস করেন না, নিজেই জানিয়েছেন এসএস রাজামৌলি। হনুমানকে নিয়ে মন্তব্য করে সম্প্রতি বিতর্কে জড়িয়েছেন পরিচালক। এ বার উঠে এল রামকে নিয়ে তাঁর মন্তব্য।
রাজামৌলি বলেছিলেন, তিনি রামকে খুব একটা পছন্দ করেন না। এই মন্তব্য তিনি ২০১১ সালে করেছিলেন। সমাজমাধ্যমের সেই মন্তব্য খুঁড়ে বার করতেই শুরু হয়েছে নতুন বিতর্ক। সম্প্রতি ‘বারাণসী’র ঝলক প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজামৌলি। প্রযুক্তিগত কারণে কিছুতেই ঝলকটি ঠিক করে দেখানো যাচ্ছিল না দর্শককে। তখন পরিচালক প্রশ্ন তুলেছিলেন, এই অবস্থায় হনুমান দিশা দেখান না কেন?
ছোটবেলায় রাজামৌলিকে তাঁর বাবা বিজয়েন্দ্র প্রসাদ বলেছিলেন, নেপথ্যে থেকে তাঁকে সব সময়ে রক্ষা করবেন ‘হনুমানজি’। ঝলকমুক্তির সমস্যায় কেন তা হলে হনুমান সাহায্য করলেন না? প্রশ্ন তোলেন পরিচালক। তিনি বলেন, “বাবা বলতেন, হনুমান আমাকে রক্ষা করবেন এবং দিশা দেখাবেন। কিন্তু আজকের ঘটনা দেখে খুব রাগ হল। এই ভাবেই কি তিনি আমাকে দিশা দেখালেন?” এই মন্তব্য নিয়ে বিতর্ক শুরু হয়। তার মধ্যেই উঠে এসেছে তাঁর পুরনো মন্তব্য। রাজামৌলি বলেছিলেন, “আমার কখনওই ভগবান রামকে পছন্দ নয়। বরং, সবক’টি অবতারের মধ্যে শ্রীকৃষ্ণ আমার সবচেয়ে পছন্দের।” এই মন্তব্যগুলি নিয়ে ক্ষোভপ্রকাশ করেছে ‘রাষ্ট্রীয় বানরসেনা’ নামে একটি সংগঠন। সংগঠনের সদস্যেরা এসএস রাজামৌলির বিরুদ্ধে হায়দরাবাদে সরুরনগর থানায় অভিযোগ দায়ের করেছেন। তাঁদের দাবি, রাজামৌলি নাকি তাঁদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন।
উল্লেখ্য, এস এস রাজামৌলি পরিচালিত ‘বারাণসী’তে ‘টাইম ট্রাভেল’-এর গল্প উঠে আসবে। ছবিতে অভিনয় করছেন প্রিয়ঙ্কা চোপড়া, মহেশবাবু, পৃথ্বীরাজ সুকুমারন।