Bengali Serial

আদৃতকে ফিরে পেল শুভলক্ষ্মী, মন ভাঙল মোহনার! এ বার কোন দিকে মোড় নেবে ‘গৃহপ্রবেশ’-এর কাহিনি?

স্মৃতি ফিরেছে আদৃতের। স্বামীকে ফিরে পেয়েছে শুভলক্ষ্মী। মোড় ঘুরেছে ‘গৃহপ্রবেশ’ ধারাবাহিকের কাহিনির। এ বার কী করবে মোহনা?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০২ মে ২০২৫ ১৯:১৫
Share:

আদৃত-শুভলক্ষ্মীর জীবনে নতুন বাধা মোহনা? ছবি: সংগৃহীত।

এই দিনটা দেখার অপেক্ষাতেই ছিল শুভলক্ষ্মী। অবশেষে তার প্রতীক্ষার অবসান হল। আদৃতকে ছাড়া বেঁচে থাকাই দুষ্কর হয়ে উঠেছিল। প্রয়োজন ছাড়া কারও সঙ্গে কথা বলত না সে। নায়িকার এমন মনমরা মুখ দর্শকেরও যে খুব একটা পছন্দের হচ্ছিল না, তার প্রভাব দেখা গিয়েছিল টিআরপির নম্বরে। গত কয়েক সপ্তাহে প্রথম দশে দেখা যায়নি ‘গৃহপ্রবেশ’ ধারাবাহিককে। তবে গল্পের মোড় ঘুরেছে। শুভলক্ষ্মীর জীবনে নতুন সূর্য। আদৃতকে ফিরে পেয়েছে নায়িকা। কিন্তু সেখানেই এসেছে আরও এক টুইস্ট। দুর্ঘটনার ফলে অতীতের সব ভুলে গিয়েছে আদৃত, যা জানার ফলে নতুন লড়াই শুরু হয় নায়িকার। এরই মধ্যে নতুন অভিনেত্রীর আগমন হয়েছে। মোহনা আসার পর ত্রিকোণ প্রেমের গল্প তৈরি হয়েছে। সেই কাহিনি দেখার পরেই দর্শকের মনে প্রশ্ন তৈরি হয়েছিল, তবে কি আবার সেই টানাপড়েনের কাহিনি দেখা যাবে?

Advertisement

না, তেমনটা হচ্ছে না। ‘গৃহপ্রবেশ’ ধারাবাহিকের নতুন মোড় অনুরাগীদের মনে আগ্রহ বাড়িয়েছে। তাই হয়তো টিআরপি তালিকায় প্রথম দশে উঠে এসেছে এই ধারাবাহিক।

অনেক ঝড় কাটিয়ে স্মৃতি ফিরেছে আদৃতেরও। হাসপাতালেই এই সুখবর শুনিয়েছে ধারাবাহিকের নায়ক। এই খবরে এক দিকে যেমন শুভলক্ষ্মী ও গোটা পরিবার আনন্দে আত্মহারা, ঠিক ততটাই মন খারাপ মোহনার। এই ভয়টাই তো সে এত দিন ধরে পাচ্ছিল। মাঝের কয়েকটা বছরে ধীরে ধীরে আদৃতকে সে ভালবেসে ফেলেছে। কিন্তু স্মৃতি ফেরার পর মোহনাকে চিনতে পারলেও নায়ক ফিরে গিয়েছে পরিবারের কাছে। মা, ঠাকুরদা, ঠাকুমা সবাই তাকে পেয়ে খুশিতে ডগমগ। অন্য দিকে স্বামীকে নিজের করে পেয়ে পরম শান্তিতে নায়িকাও। কিন্তু মোহনা! এখন সে কী করবে? বাকি ধারাবাহিকের মতো নায়ক-নায়িকার মাঝে বাধা হয়ে দাঁড়াবে কি কৌশাম্বি চক্রবর্তী অভিনীত এই চরিত্র? নাকি ধীরে ধীরে সরে যাবে? উষসী রায় এবং সুস্মিত মুখোপাধ্যায় অভিনীত এই কাহিনি কোন দিকে মোড় নেবে? নতুন টুইস্ট দেখার অপেক্ষায় দর্শক।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement