স্পিলবার্গের ভার্চুয়াল অ্যাডভেঞ্চার

আর প্রাগৈতিহাসিক পৃথিবীর সঙ্গে সংঘাত নয়। স্টিফেন স্পিলবার্গের আগামী ছবির বিষয় ভার্চুয়াল দুনিয়া। জানা গিয়েছে, স্পিলবার্গের পরবর্তী ছবি ‘রেডি প্লেয়ার ওয়ান’, মুক্তি পাচ্ছে ২০১৭-এর ডিসেম্বরে। আর্নেস্ট ক্লাইনের কাহিনি অবলম্বনে রচিত এই ছবির চিত্রনাট্য আবর্তিত হয়েছে ‘ওয়েসিস’ নাসোর আক ভার্চুয়াল জগৎকে ঘিরে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ অগস্ট ২০১৫ ০০:০০
Share:

আর প্রাগৈতিহাসিক পৃথিবীর সঙ্গে সংঘাত নয়। স্টিফেন স্পিলবার্গের আগামী ছবির বিষয় ভার্চুয়াল দুনিয়া। জানা গিয়েছে, স্পিলবার্গের পরবর্তী ছবি ‘রেডি প্লেয়ার ওয়ান’, মুক্তি পাচ্ছে ২০১৭-এর ডিসেম্বরে। আর্নেস্ট ক্লাইনের কাহিনি অবলম্বনে রচিত এই ছবির চিত্রনাট্য আবর্তিত হয়েছে ‘ওয়েসিস’ নাসোর আক ভার্চুয়াল জগৎকে ঘিরে। কাহিনির কেন্দ্রে রয়েছে এক কিশোর, গুপ্তধনের সন্ধানে ভয়ঙ্কর ভিলেনের সঙ্গে তাকে টক্কর দিতে হয়েছে। স্পিলবার্গ, ডোনাল্ড ডি লাইন এবং ড্যান ফারা প্রযোজিত এই ছবির চিত্রনাট্যটি লিখেছেন জাক পেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement