নেপথ্যের নায়িকারা

অ্যাকশন ছাড়া বলিউডি ছবি মানে তো মিষ্টি ছাড়া রসগোল্লা! সম্ভব নাকি! আর এখন তো অ্যাকশনের দুনিয়া খালি নায়কদের অধীনস্থ নয়, নায়িকারাও হাত বাড়িয়েছেন সেখানে।

Advertisement
শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০১৭ ০০:২১
Share:

সানোবার ও গীতা

Advertisement

অ্যাকশন ছাড়া বলিউডি ছবি মানে তো মিষ্টি ছাড়া রসগোল্লা! সম্ভব নাকি! আর এখন তো অ্যাকশনের দুনিয়া খালি নায়কদের অধীনস্থ নয়, নায়িকারাও হাত বাড়িয়েছেন সেখানে। ঐশ্বর্যা রাই বচ্চন, ক্যাটরিনা কাইফ, প্রিয়ঙ্কা চোপড়া, রানি মুখোপাধ্যায় কে নেই সেখানে! তবে ক্রেডিটটা কিন্তু ঠিক নায়িকাদের প্রাপ্য নয়। বরং সেটা পাওয়া উচিত নেপথ্যে থাকা তাঁদের স্টান্ট ডাবলদের দিকে। এ সময়ের কয়েকজন মহিলা স্টান্টবাজদের একবার দেখে নিন...

Advertisement

গীতা ট্যান্ডন

‘জজবা’য় ঐশ্বর্যা রাই বচ্চনের গাড়ি ধাওয়া করার দৃশ্যটা মনে আছে? যদি মনে পড়ে যায়, তা হলে মনে মনে অন্তত একবারের জন্য হলেও গীতা ট্যান্ডনকে কুরনিশ আপনাকে জানাতেই হবে। মুম্বইয়ের রুপোলি জগতে গীতার চলে আসা একেবারেই আকস্মিক। পনেরো বছর বয়সে বিয়ে হয় তাঁর। স্বামী-শাশুড়ির অত্যাচারের হাত থেকে বাঁচতে পালিয়ে যান বাড়ি ছেড়ে। ঢুকে পড়েন স্টান্টের দুনিয়ায়। ‘‘লোকে বলিউডে আসব বলে চলে আসে। জানেই না কোন কাজটা করতে চায়। সঠিক ফোকাস থাকলে, বলিউডে সে নাম করবেই,’’ এক সাক্ষাৎকারে বলেছিলেন গীতা। ফোকাস তাঁর ঠিকই ছিল। না হলে, দীপিকা পাড়ুকোন, করিনা কপূর খান, আলিয়া ভট্টর মতো অভিনেত্রীদের পছন্দের বডি ডাবল হতে পারতেন না।

গীতা

সানোবার পর্দিওয়ালা

বারণ করেছিলেন মণি রত্নম। কিন্তু বাইশ বছরের মেয়ে সে কথা শোনার বান্দা নন। কেরালার আথিরাপিল্লি ফল্‌সে তিনশো ফুট উপর থেকে একবার নয়, দু’বার লাফিয়েছিলেন তিনি। প্রথম শটটা ডিরেক্টর, অ্যাকশন ডিরেক্টরের ভাল লাগলেও ‘স্টান্ট ডবল’য়ের ভাল লাগেনি! এমনই খুঁতখুঁতে সানোবার পর্দিওয়ালা। হ্যাঁ, ঠিকই ধরেছেন, মণি রত্নমের ‘রাবণ’ ছবিতে ঐশ্বর্যা রাই বচ্চনের স্টান্ট তিনিই করেছিলেন। ‘ধুম টু’ ছবিতে বিপাশা বসুর স্টান্টও তাঁরই। ক্যাটরিনা কইফ, প্রিয়ঙ্কা চোপড়ার স্টান্টের জন্য এখন সানোবারের ওপরই ভরসা করে বলিউড।

সালমা খান

ছোটবেলায় বাবার সঙ্গে খুব ঝগড়া করত সালমা। ‘‘বাবাকে বলতাম, আমি মেয়ে বলে তুমি আমাকে স্টান্ট শেখাচ্ছ না। এটা কিন্তু ঠিক না,’’ বলেন সালমা। বলিউডের বিখ্যাত স্টান্টডিরেক্টর হালিম খান ফেলতে পারেননি মেয়ের কথা। চার ছেলের সঙ্গে স্টান্ট শেখান মেয়েকেও। একটা আগুনের দৃশ্যে চুল পুড়ে গিয়েছিল তাঁর। মুখের কিছু অংশও পুড়ে যায়। এত ঝুঁকি সত্ত্বেও স্টান্টবাজি কখনও ছাড়বেন না তিনি। ‘‘আমি তো স্টান্টের সানিয়া মির্জা হতে চাই,’’ এক সাক্ষাৎকারে বলেছিলেন সালমা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন