Entertainment News

শুভশ্রীর সিভিতে ‘রসগোল্লা’!

চমকে গেলেন তো? বিষয়টা খুব সহজ। শুভশ্রী যে ‘রসগোল্লা’ পেয়েছেন তার ক্রেডিট পাবেন পরিচালক পাভেল।

Advertisement

স্বরলিপি ভট্টাচার্য

শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০১৮ ১৯:৩৮
Share:

শুভশ্রী। ছবি: টুইটারের সৌজন্যে।

ঠিকই পড়ছেন। আস্ত ‘রসগোল্লা’ পেলেন শুভশ্রী

Advertisement

চমকে গেলেন তো? বিষয়টা খুব সহজ। শুভশ্রী যে ‘রসগোল্লা’ পেয়েছেন তার ক্রেডিট পাবেন পরিচালক পাভেল।

এই মুহূর্তে পাভেল যে ছবির কাজ নিয়ে ব্যস্ত তার নাম ‘রসগোল্লা’। আর সেখানেই একটি বিশেষ চরিত্রে দেখা যাবে শুভশ্রীকে। আক্ষরিক অর্থেই শুভশ্রীর কেরিয়ারে এ তো ‘রসগোল্লা’ প্রাপ্তিই বটে!

Advertisement

আরও পড়ুন, সিভিতে তিনটে ছবি, ইন্ডাস্ট্রিতে কতটা জায়গা তৈরি করলেন যশ?

পাভেল জানালেন, এই ছবিতে শুভশ্রীর চরিত্রের নাম ‘মালকানজান’। আগেকার দিনের আগরার এক বাঈজি তিনি। যাঁর সঙ্গে রসগোল্লার আবিষ্কর্তা নবীনচন্দ্র দাশের সম্পর্ক ছিল দিদি এবং ভাইয়ের। নবীনচন্দ্রকে দোকান তৈরি করার জন্য টাকাও দিয়েছিলেন মালকানজান।

আরও পড়ুন, ‘ফাঁকা মাঠে গোল দিয়ে কোনও মজা নেই’

শুভশ্রী শেয়ার করলেন, ‘‘আমার কেরিয়ারে এ ধরনের চরিত্র প্রথম। শুটিংয়ের আগে ডিরেক্টোরিয়াল টিমের সঙ্গে ওয়ার্কশপ করেছিলাম আমরা। ছবির যা সাবজেক্ট, অর্থাত্ রসগোল্লার সৃষ্টির সঙ্গে এই মহিলার একটা গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এখনই এর থেকে বেশি বলা যাবে না। এখনও এক দিনের কাজ বাকি। আমার দারুণ লেগেছে।’’

আরও পড়ুন, ‘বিশ্বাস করুন, আমি বেকার, আমার কাছে কোনও কাজ নেই’

‘মালকানজান’ হিসেবে শুভশ্রীকে ভাবলেন কেন? এ প্রশ্নের উত্তরে পাভেল বললেন, ‘‘আসলে শুভশ্রী আমার খুব পছন্দের অভিনেত্রী। পারমুটেশন-কম্বিনেশন করে অনেকের কথাই ভেবেছিলাম আমরা। তবে শুভশ্রীই কাজটা পারফেক্ট করতে পারবে বলে মনে হয়েছে।’’

আরও পড়ুন, ‘মা দুর্গার বুক নিয়েও কমেন্ট করছে লোকে, আমি তো কোন ছার’

শুভশ্রীর সিভিতে ‘রসগোল্লা’ তো যোগ হল। তবে দর্শকদের ‘রসগোল্লা’ দেখার জন্য আরও কয়েক মাস অপেক্ষা করতে হবে। পাভেল জানালেন, আগামী পুজো বা ক্রিসমাসে মুক্তি পেতে পারে এই ছবি।

বলিউড-টলিউড-টেলিউডের হিট খবর জানতে চান? সাপ্তাহিক বিনোদন সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন