বেকায়দায় ট্রোলাররা

সোমবার সকাল সকাল রাজ ফেসবুকে একটি ছবি পোস্ট করেন। শুভশ্রী মন দিয়ে বই পড়ছেন আর রাজ প্রবল চেষ্টা করছেন শুভশ্রীর ‘ধ্যান’ ভাঙার। কিন্তু ছবিতে বইয়ের প্রচ্ছদটা যে উল্টো!

Advertisement
শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০১৮ ০০:৩৩
Share:

রাজ-শুভশ্রী

রাজ চক্রবর্তী আর শুভশ্রীকে নিয়ে নিত্যই সোশ্যাল মিডিয়ায় কোনও না কোনও আপডেট। এনগেজমেন্ট আর রেজিস্ট্রি সারছেন, ঝটিকা সফরে চলে যাচ্ছেন দার্জিলিং। এখন যুগলে থাকাটা উপভোগ করছেন দু’জন। কিন্তু হলে কী হবে! কিন্তু তাঁদের বিরক্ত করতে হাজির সোশ্যাল মিডিয়ায় লাগাতার ট্রোলিং!

Advertisement

সোমবার সকাল সকাল রাজ ফেসবুকে একটি ছবি পোস্ট করেন। শুভশ্রী মন দিয়ে বই পড়ছেন আর রাজ প্রবল চেষ্টা করছেন শুভশ্রীর ‘ধ্যান’ ভাঙার। কিন্তু ছবিতে বইয়ের প্রচ্ছদটা যে উল্টো! অন্তত শুভশ্রী যে ভাবে বইটা ধরে আছেন, তাতে তো... আর যায় কোথায়? সঙ্গে সঙ্গে ট্রোলারদের কমেন্টের ভিড়। কেউ বলছেন, ‘বইটা সোজা করে ধরুন!’ কেউ বলছেন, ‘সোজা বই পড়ে কী হবে, সবই তো জেরক্সের কেরামতি!’ আবার কেউ কেউ বলছেন, বইটা এ রকমই। প্রচ্ছদের এক দিক সোজা, আর এক দিক উল্টো!

কিন্তু ঘটনাটা কী? একটু পরেই অন্য একটি ভিডিয়ো আপলোড করেন রাজ। সেখানে শুভশ্রী গোটা বইটা সামনে ধরে আছেন। তিনিই খোলসা করে দিলেন ব্যাপারটা। বইয়ের নাম ‘ইমোশন অ্যান্ড রিলেশনশিপস’। এক দিকে ‘রিলেশনশিপস’, যেটা সোজা দিক। অন্য দিকে ‘ইমোশন’, যেটা উল্টো। সুতরাং শুভশ্রীর সপাট উত্তরে বেকায়দায় ট্রোলাররাই।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement