Sudha Chandran

ভজন শুনে ‘অস্বাভাবিক’ আচরণ সুধার! নতুন চরিত্রের প্রস্তুতি নিতেই কি এমন রূপে ধরা দেন তিনি?

সম্প্রতি একটি পুজোর আসরে ভজন শুনছিলেন সুধা। শুনতে শুনতে হঠাৎ তাঁর আচরণে বদল আসে। কখনও কান্নায় ভেঙে পড়েন, কখনও অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকেন। কখনও আবার তিনি কামড়ে দিতে উদ্যত হন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৬ ১৮:৪২
Share:

আধ্যাত্মিকতায় মন দিয়েছেন সুধা? ছবি: সংগৃহীত।

দিনকয়েক আগেই সুধা চন্দ্রনকে দেখে আঁতকে উঠেছিলেন তাঁর অনুরাগীরা। অসুস্থ হয়ে পড়েছেন নাকি কোনও আধ্যাত্মিক প্রভাব, তা নিয়ে প্রশ্ন উঠেছিল। আবার ভিডিয়ো দেখে অনেকে অনুমান করেছিলেন, পরবর্তী কোনও কাজের প্রস্তুতি নিচ্ছেন তিনি। অবশেষে তাঁর কাজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মুখ খুললেন সুধা।

Advertisement

সম্প্রতি একটি পুজোর আসরে ভজন শুনছিলেন সুধা। শুনতে শুনতে হঠাৎ তাঁর আচরণে বদল আসে। কখনও কান্নায় ভেঙে পড়েন তিনি, কখনও অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকেন। কখনও আবার তিনি কামড়ে দিতে উদ্যত হন। এই ভিডিয়ো দেখে নেটাগরিকের একাংশের বক্তব্য ছিল, “নিশ্চয়ই সুধা চন্দ্রনের উপর ভর করেছেন দেবী।” তবে আর এক দল দাবি করেন, “উনি নিশ্চয়ই অসুস্থ। মৃগী হলেও এমন হয় অনেক সময়।” কেউ কেউ আবার বলেন, “সুধা চন্দ্রনকে আগে পর্দায় এমন চরিত্রে, এমন সাজে দেখা গিয়েছে। তবে কি ফের কোনও চরিত্রের প্রস্তুতি নিচ্ছেন তিনি?”

একতা কপূরের ‘নাগিন’ ধারাবাহিকের প্রথম দু’টি সিজ়নে যামিনী রহেজা নামে এক চরিত্রে অভিনয় করেছিলেন সুধা। সম্প্রতি শুরু হয়েছে ধারাবাহিকের সপ্তম সিজ়ন। তাই প্রশ্ন উঠছে, ফের কি এই ধারাবাহিকে সুধাকে দেখা যাবে? উত্তর দিয়েছেন অভিনেত্রী নিজেই। তাঁর কথায়, “না, এখনও পর্যন্ত এমন কিছু স্থির হয়নি।” একতা কপূরের সঙ্গে কোনও কথাও হয়নি বলে জানান তিনি।

Advertisement

বর্তমানে সুধা চন্দ্রন অভিনয় করছেন ‘নয়নতারা’ নামে এক ধারাবাহিকে। তাঁর চরিত্রের নাম ‘ঘোরখামিনি’। তাই এই মুহূর্তে নতুন কাজ নেওয়ার মতো হাতে সময়ও নেই তাঁর। পাশাপাশি বর্তমানে আধ্যাত্মিকতায় মন দিয়েছেন বলেও জানান সুধা।

ভজন শোনার সেই ভিডিয়ো নিয়ে সম্প্রতি সুধা মন্তব্য করেছেন, “আমি কোনও সাফাই দিতে চাই না। জীবনকে আমি আমার মতো করে দেখি। আমার কারও সঙ্গে কোনও সম্পর্ক নেই। যে, যা ইচ্ছা তা-ই ভাবতে পারেন। যাঁরা ট্রোল করছেন খুব ভাল ব্যাপার, এই ভাবে নিজেদের জীবনে খুশি থাকুন।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement