Entertainment News

ছেলের কী নাম রাখলেন সুদীপা?

সুদীপা শেয়ার করলেন, “সোমবার সন্ধেবেলা ওর জন্ম। নাড়ি ওর গলায় জড়িয়ে গিয়েছিল। ওটির একজন বয়স্কা নার্স বলেছিলেন গলায় সাপ জড়িয়ে শিবঠাকুর এসেছে। শিবের নামেই ওর নাম রাখবেন। আমি ওঁর কথা অগ্রাহ্য করিনি। নাম খুঁজতে গিয়ে এক জায়গায় শিবের নাম পেলাম আদিদেব। ওর বাবার সঙ্গেও নামের মিল হল। তাই এটা রাখলাম।’’

Advertisement

স্বরলিপি ভট্টাচার্য

শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০১৮ ১৩:৫৮
Share:

সুদীপা চট্টোপাধ্যায়। ছবি: সুদীপার ফেসবুক পেজ থেকে গৃহীত।

মা হওয়া। এ এমন এক অনুভূতি যার সঙ্গে বোধহয় কোনও কিছুরই তুলনা হয় না। ব্যতিক্রম নন সুদীপা চট্টোপাধ্যায়ও। সদ্য মা হয়েছেন তিনি। ছেলেকে নিয়ে বাড়ি ফিরেছেন। চট্টোপাধ্যায় বাড়ি এখন জমজমাট। অগ্নিদেভ-সুদীপা ছেলের নাম রাখলেন আদিদেভ।

Advertisement

সুদীপা শেয়ার করলেন, “সোমবার সন্ধেবেলা ওর জন্ম। নাড়ি ওর গলায় জড়িয়ে গিয়েছিল। ওটির একজন বয়স্কা নার্স বলেছিলেন গলায় সাপ জড়িয়ে শিবঠাকুর এসেছে। শিবের নামেই ওর নাম রাখবেন। আমি ওঁর কথা অগ্রাহ্য করিনি। নাম খুঁজতে গিয়ে এক জায়গায় শিবের নাম পেলাম আদিদেভ। ওর বাবার সঙ্গেও নামের মিল হল। তাই এটা রাখলাম।’’

তবে আদিদেভের ডাকনাম প্রচুর। এমনিতে বাড়িতে আদি বলে ডাকা হবে। কিন্তু বাবা ডাকছেন গাবলু। মায়ের কাছে আদির আদরের নাম মোগলি। অগ্নিদেভের সঙ্গে ছেলের খুব মিল বলেই জানালেন সুদীপা। ‘‘জন্মের পর হাতের আঙুল বা গড়ন দেখে সবাই বলছিল বাবার মতো। এখন তাও মনে হচ্ছে একটু একটু আমার মতো’’ বললেন সুদীপা।

Advertisement

আরও পড়ুন, বিয়ে করছেন অঙ্কিতা, পাত্র কে জানেন?

(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের টাটকা বাংলা খবর পড়তে চোখ রাখুন আমাদের বিনোদনের সব খবর বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement