Sudipa Chatterjee on Rannaghor

অনেকে হয়তো ভুল বুঝবেন, কিন্তু ‘রান্নাঘর’ আমায় আকর্ষণ করে না: সুদীপা

সুদীপা চট্টোপাধ্যায়ের পরিবর্তে এখন ‘রান্নাঘর’ অনুষ্ঠান সঞ্চালনা করেন কণীনিকা বন্দ্যোপাধ্যায়। সুদীপা কি এখন সেই অনুষ্ঠান দেখেন?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২৫ ০৯:০৭
Share:

সুদীপা চট্টোপাধ্যায়। ফাইল চিত্র।

সুদীপা চট্টোপাধ্যায়ের নাম উঠলেই চলে আসে ‘রান্নাঘর’-এর নাম। পাঁচ হাজারেরও বেশি পর্ব সঞ্চালনা করেছিলেন তিনি। এখন সেই দায়িত্ব সামলাচ্ছেন কণীনিকা বন্দ্যোপাধ্যায়। সদ্য এক বছর হল কণীনিকার সঞ্চালিত এই অনুষ্ঠানের। এখন ‘রান্নাঘর’ অনুষ্ঠান দেখলে দর্শক হিসাবে সুদীপার কী অনুভূতি হয়?

Advertisement

এখন আর সে ভাবে এই অনুষ্ঠান দেখা হয় না তাঁর। এখন যদিও সব কিছুই মুঠোফোনে। সুদীপা বলেন, “এ ক্ষেত্রে আমি কিছু বললেই মানুষ ভুল বুঝবেন। আসলে এই অনুষ্ঠান আর আমাকে আকর্ষণ করে না।”

ডিজিটাল যুগে এখন অজস্র ইউটিউব চ্যানেল। রান্না দেখানোর চ্যানেলও রয়েছে অগুনতি। সুদীপা যোগ করেন, “কণীনিকা সঞ্চালনা করছে বলে নয়, আসলে ওই অনুষ্ঠানে এখন আর তেমন নতুনত্ব কিছু পাই না। আধঘণ্টার অনুষ্ঠানে একটা গল্প না পেলে কি ভাল লাগবে! আর এখন তো রিলেই একটা গোটা রান্না দেখা যায় নিজের সুবিধামতো।” প্রথমে একটু কষ্ট হত। এখন সময়ের নিয়মে তা আর হয় না। কিন্তু বার বার সুদীপা জানিয়েছেন এটা একান্তই তাঁর ব্যক্তিগত মতামত।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement