শাসকদলের সঙ্গে সুদীপ্তা চক্রবর্তীর দূরত্ব কমবে? ছবি: ফেসবুক।
৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কি ‘পথভোলা’দের ‘ঘর’-এ ফেরাচ্ছে? বাংলা বিনোদন দুনিয়ার যাঁরা নানা কারণে শাসকদলের বিরাগভাজন হয়েছিলেন, তাঁদের অনেককেই এ বারের উৎসব প্রাঙ্গণে দেখা গিয়েছে। যেমন, পরিচালক সুদেষ্ণা রায়, অভিনেতা-পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায় প্রমুখ।
সোমবার, উৎসবের পঞ্চম দিনে রাজা চন্দ পরিচালিত ‘হালুম’ ছবির সাংবাদিক বৈঠকে যোগ দিয়েছেন সুদীপ্তা চক্রবর্তী। এই ছবিতে তিনি অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র ‘লীলাময়ী’। আরজি কর-কাণ্ডের প্রতিবাদ জানানোর ফলে তাঁর নাটক, ছবি সরকারি মঞ্চ বা প্রেক্ষাগৃহ পাচ্ছে না বলে শোনা গিয়েছিল।
কলকাতা চলচ্চিত্র উৎসব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, এমনটাই সবাই জানেন। সেই উৎসবপ্রাঙ্গণে সুদীপ্তা। শাসকদলের সঙ্গে এ বার কি দূরত্ব ঘুচবে? প্রশ্ন করেছিল আনন্দবাজার ডট কম।
অভিনেত্রীর মতে, “উৎসব বা বিনোদনমঞ্চের সঙ্গে কোনও বিরোধ কোনও দিনই ছিল না। ছিল না দূরত্বও। গত বার, আরজি-কাণ্ডের পরেও আমার তিনটি ছবি দেখানো হয়েছিল।” কিন্তু তাঁকে তো সাংবাদিক বৈঠকে দেখা যায়নি। এটাও শোনা গিয়েছিল, সরকারি কোপে কাজ পাচ্ছেন না অভিনেত্রী। সুদীপ্তার কথায়, “কাজ পাচ্ছিলাম না, এ তথ্য ঠিক নয়। আমার ছবি সরকারি প্রেক্ষাগৃহ পায় না বা নাটক সরকারি মঞ্চে দেখানো হয় না, এ কথা ঠিক।” একটু থেমে যোগ করছেন, “গত বার উৎসবে ছবি দেখানোর পরেও কিন্তু সরকারি প্রেক্ষাগৃহে আমি ব্রাত্য। যত ক্ষণ সেটা না হচ্ছে তত ক্ষণ পরিস্থিতি বদলানোর সম্ভাবনা দেখছি না।”
সুদীপ্তা এ-ও জানিয়েছেন, বিনোদন বা পেশাজীবনে কারও সঙ্গে কোনও সংঘাত নেই তাঁর। কিন্তু অন্যায় দেখলে আগামী দিনেও প্রতিবাদ জানাবেন তিনি।